বগুড়া প্রতিনিধি

অটোরিকশায় আগুন ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধ চলছে বগুড়ায়। এ সময় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। জবাবে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এতে জামায়াত-শিবিরের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি তাঁদের।
আজ বুধবার সকালে বগুড়ার ঝোপগাড়ী সাবগ্রাম, বাঘোপাড়া ও এরুলিয়া এলাকায় মহাসড়কে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দ্বিতীয় বাইপাস মহাসড়কের বড়িয়া, বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া ও বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় লাঠি হাতে মিছিল বের করেন। সাবগ্রাম বন্দরের অদূরে বড়িয়া এলাকায় পুলিশ লাঠিমিছিলে বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মাধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
এ ছাড়া বাঘোপাড়া এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরুলিয়া এলাকায়ও পুলিশের ধাওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তারিকুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের কর্মীদের বাটুল দিয়ে ছোড়া মার্বেল পাথর উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলির ঝোপগাড়ী এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ করেন। সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এদিকে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দ্বিতীয় বাইপাস মহাসড়কের লিচুতলা এলাকায় মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়লে ১০ জন নেতা-কর্মী আহত হন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। জামায়াত-শিবির লাঠিমিছিল বের করে। মিছিল থেকে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে।

অটোরিকশায় আগুন ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধ চলছে বগুড়ায়। এ সময় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। জবাবে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এতে জামায়াত-শিবিরের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি তাঁদের।
আজ বুধবার সকালে বগুড়ার ঝোপগাড়ী সাবগ্রাম, বাঘোপাড়া ও এরুলিয়া এলাকায় মহাসড়কে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দ্বিতীয় বাইপাস মহাসড়কের বড়িয়া, বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া ও বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় লাঠি হাতে মিছিল বের করেন। সাবগ্রাম বন্দরের অদূরে বড়িয়া এলাকায় পুলিশ লাঠিমিছিলে বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মাধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
এ ছাড়া বাঘোপাড়া এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরুলিয়া এলাকায়ও পুলিশের ধাওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তারিকুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের কর্মীদের বাটুল দিয়ে ছোড়া মার্বেল পাথর উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলির ঝোপগাড়ী এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ করেন। সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এদিকে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দ্বিতীয় বাইপাস মহাসড়কের লিচুতলা এলাকায় মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়লে ১০ জন নেতা-কর্মী আহত হন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। জামায়াত-শিবির লাঠিমিছিল বের করে। মিছিল থেকে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৩৬ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে