বগুড়া প্রতিনিধি

অটোরিকশায় আগুন ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধ চলছে বগুড়ায়। এ সময় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। জবাবে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এতে জামায়াত-শিবিরের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি তাঁদের।
আজ বুধবার সকালে বগুড়ার ঝোপগাড়ী সাবগ্রাম, বাঘোপাড়া ও এরুলিয়া এলাকায় মহাসড়কে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দ্বিতীয় বাইপাস মহাসড়কের বড়িয়া, বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া ও বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় লাঠি হাতে মিছিল বের করেন। সাবগ্রাম বন্দরের অদূরে বড়িয়া এলাকায় পুলিশ লাঠিমিছিলে বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মাধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
এ ছাড়া বাঘোপাড়া এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরুলিয়া এলাকায়ও পুলিশের ধাওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তারিকুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের কর্মীদের বাটুল দিয়ে ছোড়া মার্বেল পাথর উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলির ঝোপগাড়ী এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ করেন। সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এদিকে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দ্বিতীয় বাইপাস মহাসড়কের লিচুতলা এলাকায় মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়লে ১০ জন নেতা-কর্মী আহত হন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। জামায়াত-শিবির লাঠিমিছিল বের করে। মিছিল থেকে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে।

অটোরিকশায় আগুন ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধ চলছে বগুড়ায়। এ সময় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। জবাবে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এতে জামায়াত-শিবিরের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি তাঁদের।
আজ বুধবার সকালে বগুড়ার ঝোপগাড়ী সাবগ্রাম, বাঘোপাড়া ও এরুলিয়া এলাকায় মহাসড়কে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দ্বিতীয় বাইপাস মহাসড়কের বড়িয়া, বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া ও বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় লাঠি হাতে মিছিল বের করেন। সাবগ্রাম বন্দরের অদূরে বড়িয়া এলাকায় পুলিশ লাঠিমিছিলে বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মাধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
এ ছাড়া বাঘোপাড়া এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরুলিয়া এলাকায়ও পুলিশের ধাওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তারিকুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের কর্মীদের বাটুল দিয়ে ছোড়া মার্বেল পাথর উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলির ঝোপগাড়ী এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ করেন। সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এদিকে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দ্বিতীয় বাইপাস মহাসড়কের লিচুতলা এলাকায় মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়লে ১০ জন নেতা-কর্মী আহত হন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। জামায়াত-শিবির লাঠিমিছিল বের করে। মিছিল থেকে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
৪২ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে