Ajker Patrika

স্টেশনে প্রবীণেরা পাবেন বসার জায়গা ও আলাদা টিকিট কাউন্টার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৭: ০৪
স্টেশনে প্রবীণেরা পাবেন বসার জায়গা ও আলাদা টিকিট কাউন্টার

রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবীণদের জন্য আলাদা একটি টিকিট কাউন্টার করা হয়েছে। এখন থেকে ষাটোর্ধ্ব সিনিয়র সিটিজেনরা স্টেশনের ৭ নম্বর কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করবেন। এ ছাড়া স্টেশনে প্রবীণদের বসার জন্য দুটি বেঞ্চও স্থাপন করা হয়েছে।

জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন দাবি আদায় কমিটির রাজশাহী শাখার অনুরোধে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এ উদ্যোগ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রবীণদের নিয়ে তিনি এসব কার্যক্রমের উদ্বোধনও করেন। এখন থেকে স্টেশনে সিনিয়র সিটিজেনরা স্বাচ্ছন্দ্যে টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রয়োজন হলে সংরক্ষিত আসনে বসে অপেক্ষাও করতে পারবেন।

বসার স্থান ও কাউন্টার উদ্বোধনকালে জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন দাবি আদায় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. কাজী খায়রুল ইসলাম, কমিটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার এ কে এম খাদেমুল ইসলাম, কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ সফিউদ্দিন, জাহাঙ্গীর রাজ্জাক, ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিন্টু, নাজমুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রবীণদের জন্য এই উদ্যোগ নেওয়ায় তাঁরা ধন্যবাদ জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

কুমিল্লা-৪: শত চেষ্টার পরও ঋণখেলাপির জালেই আটকে গেলেন বিএনপির মঞ্জুরুল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত