রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষক নূর নুসরাত সুলতানার নিয়োগ কেন অবৈধ ঘোষণা হবে না, তা নিয়ে আদালতের রুল জারি রয়েছে। পদোন্নতির জন্য দ্বিতীয়বার বোর্ড সভা বসবে আগামীকাল সোমবার। তবে এ অবস্থায় পদোন্নতি বেআইনি হওয়ায় ফের বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বোর্ডের সদস্যদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুসাব্বির হাসান রোমান। ৯ ফেব্রুয়ারি তিনি এই নোটিশ পাঠান।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ জুলাই আইন বিভাগের শিক্ষক নূর নুসরাত সুলতানার পদোন্নতি-বিষয়ক একটি সভা হয়। সেখানে বোর্ড সদস্যরা ওই শিক্ষকের সার্টিফিকেটে নামের ভিন্নতা পাওয়া গেলে বোর্ড সেটি স্থগিত করে। এর আগে ২০২১ সালে ওই শিক্ষকের নিয়োগের বিরুদ্ধে রিট করেন একই বিভাগের প্রাক্তন ছাত্র নুরুল হুদা।
রিটে নুরুল হুদা উল্লেখ করেন, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী স্নাতক বা স্নাতকোত্তরের যেকোনো একটিতে প্রথম শ্রেণি থাকা বাধ্যতামূলক ছিল। কিন্তু নুসরাত সুলতানা স্নাতক ও স্নাতকোত্তরে দ্বিতীয় শ্রেণি অর্জন করেন। তবে তিনি আবেদনে প্রথম শ্রেণি উল্লেখ করেছেন। নুরুল হুদার এই রিট আমলে নিয়ে রুল জারি করেন আদালত।
এ বিষয়ে নুরুল হুদা বলেন, ‘গত ৪ জুলাই ওই শিক্ষকের পদোন্নতি বিষয়ে একটি সভা হয়েছিল। তার কয়েক দিন আগে এ বিষয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের প্রেক্ষিতে এবং তাঁর সার্টিফিকেট নামে ভিন্নতা ছিল। এ কারণে সেটি স্থগিত করা হয়েছে। আবারও বোর্ড করা হয়েছে। তাই আমি আবারও লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’
এর কারণ হিসেবে তিনি বলেন, ‘এবার যে সার্টিফিকেট দাখিল করেছেন, সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন যাচাই-বাছাই করেনি। আর বিভাগের প্লানিং কমিটির সভায়ও সেটি নিয়ে আলোচনা হয়নি। আর যেহেতু ওই শিক্ষকের নিয়োগের বিষয়ে আদালতের রুল জারি আছে, সেহেতু তাঁর পদোন্নতি হতে পারে না।’
পদোন্নতি বোর্ডের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সরকার আলী আক্কাস আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়োগের বৈধতার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে পারবে। তবে আগামীকাল রাবির আইন বিভাগের প্রোমোশন বোর্ডে আমার থাকার কথা। কিন্তু আমার ব্যক্তিগত একটি কাজের জন্য আমি বোর্ডে যাচ্ছি না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, সাধারণত যখন নতুন চাকরি দেওয়া হয়, তখন সার্টিফিকেট যাচাই-বাছাই করা হয়। তবে পদোন্নতির এই বিষয়ে সার্টিফিকেটগুলো ওইভাবে ভেরিফাই করা হয়নি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে রেজিস্ট্রার ভালো বলতে পারবেন। তবে তিনি সার্টিফিকেট কেন যাচাই-বাছাই করেননি—এ বিষয়ে আমি খোঁজ নেব।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষক নূর নুসরাত সুলতানার নিয়োগ কেন অবৈধ ঘোষণা হবে না, তা নিয়ে আদালতের রুল জারি রয়েছে। পদোন্নতির জন্য দ্বিতীয়বার বোর্ড সভা বসবে আগামীকাল সোমবার। তবে এ অবস্থায় পদোন্নতি বেআইনি হওয়ায় ফের বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বোর্ডের সদস্যদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুসাব্বির হাসান রোমান। ৯ ফেব্রুয়ারি তিনি এই নোটিশ পাঠান।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ জুলাই আইন বিভাগের শিক্ষক নূর নুসরাত সুলতানার পদোন্নতি-বিষয়ক একটি সভা হয়। সেখানে বোর্ড সদস্যরা ওই শিক্ষকের সার্টিফিকেটে নামের ভিন্নতা পাওয়া গেলে বোর্ড সেটি স্থগিত করে। এর আগে ২০২১ সালে ওই শিক্ষকের নিয়োগের বিরুদ্ধে রিট করেন একই বিভাগের প্রাক্তন ছাত্র নুরুল হুদা।
রিটে নুরুল হুদা উল্লেখ করেন, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী স্নাতক বা স্নাতকোত্তরের যেকোনো একটিতে প্রথম শ্রেণি থাকা বাধ্যতামূলক ছিল। কিন্তু নুসরাত সুলতানা স্নাতক ও স্নাতকোত্তরে দ্বিতীয় শ্রেণি অর্জন করেন। তবে তিনি আবেদনে প্রথম শ্রেণি উল্লেখ করেছেন। নুরুল হুদার এই রিট আমলে নিয়ে রুল জারি করেন আদালত।
এ বিষয়ে নুরুল হুদা বলেন, ‘গত ৪ জুলাই ওই শিক্ষকের পদোন্নতি বিষয়ে একটি সভা হয়েছিল। তার কয়েক দিন আগে এ বিষয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের প্রেক্ষিতে এবং তাঁর সার্টিফিকেট নামে ভিন্নতা ছিল। এ কারণে সেটি স্থগিত করা হয়েছে। আবারও বোর্ড করা হয়েছে। তাই আমি আবারও লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’
এর কারণ হিসেবে তিনি বলেন, ‘এবার যে সার্টিফিকেট দাখিল করেছেন, সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন যাচাই-বাছাই করেনি। আর বিভাগের প্লানিং কমিটির সভায়ও সেটি নিয়ে আলোচনা হয়নি। আর যেহেতু ওই শিক্ষকের নিয়োগের বিষয়ে আদালতের রুল জারি আছে, সেহেতু তাঁর পদোন্নতি হতে পারে না।’
পদোন্নতি বোর্ডের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সরকার আলী আক্কাস আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়োগের বৈধতার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে পারবে। তবে আগামীকাল রাবির আইন বিভাগের প্রোমোশন বোর্ডে আমার থাকার কথা। কিন্তু আমার ব্যক্তিগত একটি কাজের জন্য আমি বোর্ডে যাচ্ছি না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, সাধারণত যখন নতুন চাকরি দেওয়া হয়, তখন সার্টিফিকেট যাচাই-বাছাই করা হয়। তবে পদোন্নতির এই বিষয়ে সার্টিফিকেটগুলো ওইভাবে ভেরিফাই করা হয়নি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে রেজিস্ট্রার ভালো বলতে পারবেন। তবে তিনি সার্টিফিকেট কেন যাচাই-বাছাই করেননি—এ বিষয়ে আমি খোঁজ নেব।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২৫ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে