নওগাঁ প্রতিনিধি

বৃষ্টিস্নাত মাঠ, উচ্ছ্বসিত দর্শক আর জমজমাট উদ্বোধনের মধ্য দিয়ে নওগাঁয় শুরু হলো প্রশাসন গোল্ড কাপ (ডিসি কাপ) ফুটবল টুর্নামেন্ট। আজ রোববার বেলা ৩টায় জেলা স্টেডিয়ামে ফেস্টুন ও বেলুন উড়িয়ে প্রতীক্ষিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
১৩ বছর পর এই আয়োজনে ফুটবলপ্রেমীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস ও আনন্দ দেখা যায়। উদ্বোধনী খেলায় পোরশা উপজেলা একাদশকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে পত্নীতলা উপজেলা একাদশ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘এই আয়োজন আমাদের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর একটি বড় সুযোগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিয়মিত এমন আয়োজন করতে চাই, যাতে ভবিষ্যতে এখান থেকেই উঠে আসে জাতীয় মানের খেলোয়াড়।’
জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক বলেন, ‘এই মাঠেই আমি একসময় খেলেছি। এখন দেখি নতুন প্রজন্ম মাঠে ছুটছে, এটা দেখে সত্যিই ভালো লাগছে। এমন আয়োজন নিয়মিত হলে জেলা থেকেই ভালো খেলোয়াড় উঠে আসবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানের কিছুক্ষণ আগে হঠাৎ শুরু হয় বৃষ্টি। মাঠ ভিজে যায়, কিন্তু থামে না আয়োজন। খেলার প্রতি ভালোবাসা আর উত্তেজনা নিয়ে মাঠে হাজির হন শত শত দর্শক। খেলা দেখতে দুপুরের পর মাঠে আসেন নওগাঁ সরকারি কলেজের ছাত্র মেহেদী হাসান। তিনি বলেন, ‘বৃষ্টি হলেও খেলাটা মিস করিনি। ডিসি কাপ শুরু হওয়ায় আমাদের মধ্যে নতুন করে উৎসাহ এসেছে।’ স্থানীয় ব্যবসায়ী রেজাউল করিম বলেন, ‘বৃষ্টির মধ্যেও মানুষ দাঁড়িয়ে খেলা দেখছে। আর এটা প্রমাণ করে আমরা খেলাধুলা কতটা ভালোবাসি।’
আয়োজকেরা জানান, জেলার ১১ উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলাগুলো হচ্ছে নকআউট পদ্ধতিতে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। আগামীকাল সোমবার মহাদেবপুর মিনি স্টেডিয়ামে মাঠে নামবে সাপাহার ও আত্রাই। এরপর একে একে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।

বৃষ্টিস্নাত মাঠ, উচ্ছ্বসিত দর্শক আর জমজমাট উদ্বোধনের মধ্য দিয়ে নওগাঁয় শুরু হলো প্রশাসন গোল্ড কাপ (ডিসি কাপ) ফুটবল টুর্নামেন্ট। আজ রোববার বেলা ৩টায় জেলা স্টেডিয়ামে ফেস্টুন ও বেলুন উড়িয়ে প্রতীক্ষিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
১৩ বছর পর এই আয়োজনে ফুটবলপ্রেমীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস ও আনন্দ দেখা যায়। উদ্বোধনী খেলায় পোরশা উপজেলা একাদশকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে পত্নীতলা উপজেলা একাদশ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘এই আয়োজন আমাদের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর একটি বড় সুযোগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিয়মিত এমন আয়োজন করতে চাই, যাতে ভবিষ্যতে এখান থেকেই উঠে আসে জাতীয় মানের খেলোয়াড়।’
জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক বলেন, ‘এই মাঠেই আমি একসময় খেলেছি। এখন দেখি নতুন প্রজন্ম মাঠে ছুটছে, এটা দেখে সত্যিই ভালো লাগছে। এমন আয়োজন নিয়মিত হলে জেলা থেকেই ভালো খেলোয়াড় উঠে আসবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানের কিছুক্ষণ আগে হঠাৎ শুরু হয় বৃষ্টি। মাঠ ভিজে যায়, কিন্তু থামে না আয়োজন। খেলার প্রতি ভালোবাসা আর উত্তেজনা নিয়ে মাঠে হাজির হন শত শত দর্শক। খেলা দেখতে দুপুরের পর মাঠে আসেন নওগাঁ সরকারি কলেজের ছাত্র মেহেদী হাসান। তিনি বলেন, ‘বৃষ্টি হলেও খেলাটা মিস করিনি। ডিসি কাপ শুরু হওয়ায় আমাদের মধ্যে নতুন করে উৎসাহ এসেছে।’ স্থানীয় ব্যবসায়ী রেজাউল করিম বলেন, ‘বৃষ্টির মধ্যেও মানুষ দাঁড়িয়ে খেলা দেখছে। আর এটা প্রমাণ করে আমরা খেলাধুলা কতটা ভালোবাসি।’
আয়োজকেরা জানান, জেলার ১১ উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলাগুলো হচ্ছে নকআউট পদ্ধতিতে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। আগামীকাল সোমবার মহাদেবপুর মিনি স্টেডিয়ামে মাঠে নামবে সাপাহার ও আত্রাই। এরপর একে একে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
৩০ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
৩১ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
৩৪ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে