নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রস্তাবিত বাজেটে হাজার কোটির বেশি টাকা ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও ঘোষণা করা হয়।
মেয়র জানান, ২০২২-২৩ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩২৩ টাকা ১১ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার নেমে আসে ৬১৮ কোটি ১১ লাখ ২ হাজার ২১০ টাকা ১৭ পয়সায়। এবার ২০২৩-২৪ অর্থবছরে আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ১ হাজার ১৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ১০০ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
বাজেট ঘোষণার সময় সিটি মেয়র জানান, প্রতি পাঁচ বছর পর হোল্ডিং ট্যাক্স বাড়ানোর নিয়ম রয়েছে। কিন্তু রাজশাহী শহরে দীর্ঘ সময় হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি। রাসিকের রাজস্ব আয় বাড়াতে এবার এটি চিন্তা করা হচ্ছে। পাশাপাশি যেসব বাড়ি এখনো সিটি করপোরেশনকে হোল্ডিং ট্যাক্স দেয় না সেগুলোকে চিহ্নিত করে ট্যাক্সের আওতায় আনা হবে।
এ সময় মেয়র রাজশাহীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ‘রাজশাহী এখন দেশের সেরা শহর। দেশ-বিদেশে এই শহরের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়েছে। এটি আমরা ধরে রাখতে চাই।’ এর পাশাপাশি চিন্তাচেতনা ও পরামর্শ দিয়ে এই আধুনিক শহর বিনির্মাণে যারা সহায়তা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিটি মেয়র।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের কর্মকর্তা, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রস্তাবিত বাজেটে হাজার কোটির বেশি টাকা ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও ঘোষণা করা হয়।
মেয়র জানান, ২০২২-২৩ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩২৩ টাকা ১১ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার নেমে আসে ৬১৮ কোটি ১১ লাখ ২ হাজার ২১০ টাকা ১৭ পয়সায়। এবার ২০২৩-২৪ অর্থবছরে আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ১ হাজার ১৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ১০০ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
বাজেট ঘোষণার সময় সিটি মেয়র জানান, প্রতি পাঁচ বছর পর হোল্ডিং ট্যাক্স বাড়ানোর নিয়ম রয়েছে। কিন্তু রাজশাহী শহরে দীর্ঘ সময় হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি। রাসিকের রাজস্ব আয় বাড়াতে এবার এটি চিন্তা করা হচ্ছে। পাশাপাশি যেসব বাড়ি এখনো সিটি করপোরেশনকে হোল্ডিং ট্যাক্স দেয় না সেগুলোকে চিহ্নিত করে ট্যাক্সের আওতায় আনা হবে।
এ সময় মেয়র রাজশাহীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ‘রাজশাহী এখন দেশের সেরা শহর। দেশ-বিদেশে এই শহরের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়েছে। এটি আমরা ধরে রাখতে চাই।’ এর পাশাপাশি চিন্তাচেতনা ও পরামর্শ দিয়ে এই আধুনিক শহর বিনির্মাণে যারা সহায়তা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিটি মেয়র।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের কর্মকর্তা, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের মির্জাপুরে ডাম্প ট্রাকের চাপায় এক অজ্ঞাতনামা নারী (৫০) নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
১ ঘণ্টা আগে
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
২ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
২ ঘণ্টা আগে