লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় অভিনব কায়দায় রাতের আঁধারে দুটি বিদ্যুতের মিটার চুরি হয়েছে। এদিকে যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছে চোরের দল। ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে বিকাশে ৬ হাজার টাকা পাঠালে মিটার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।
আজ শুক্রবার ভোরে উপজেলার সালামপুর ও সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যক্তিরা হলেন—সালামপুর গ্রামের আবুল হোসেন (৫০) ও সাইপাড়া গ্রামের তুহিন (৩৫)।
ভুক্তভোগী আবুল হোসেন জানান, সকালে সালামপুর বাজারসংলগ্ন রাইস মিলে গিয়ে দেখতে পান বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে। মিটারের বোর্ডে একটি চিরকুটে মোবাইল নম্বর লিখে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগ করলে অজ্ঞাতনামা ব্যক্তি ৬ হাজার টাকা দাবি করেন। টাকা দিলে মিটার দেওয়া হবে বলে জানানো হয়।
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রেজাউল করিম বলেন, একটি সংঘবদ্ধ চক্র এ কাজগুলো করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মিটার চুরি ঠেকাতে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনা তদন্তের পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নাটোরের লালপুর উপজেলায় অভিনব কায়দায় রাতের আঁধারে দুটি বিদ্যুতের মিটার চুরি হয়েছে। এদিকে যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছে চোরের দল। ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে বিকাশে ৬ হাজার টাকা পাঠালে মিটার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।
আজ শুক্রবার ভোরে উপজেলার সালামপুর ও সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যক্তিরা হলেন—সালামপুর গ্রামের আবুল হোসেন (৫০) ও সাইপাড়া গ্রামের তুহিন (৩৫)।
ভুক্তভোগী আবুল হোসেন জানান, সকালে সালামপুর বাজারসংলগ্ন রাইস মিলে গিয়ে দেখতে পান বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে। মিটারের বোর্ডে একটি চিরকুটে মোবাইল নম্বর লিখে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগ করলে অজ্ঞাতনামা ব্যক্তি ৬ হাজার টাকা দাবি করেন। টাকা দিলে মিটার দেওয়া হবে বলে জানানো হয়।
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রেজাউল করিম বলেন, একটি সংঘবদ্ধ চক্র এ কাজগুলো করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মিটার চুরি ঠেকাতে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনা তদন্তের পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে