হোসাইন ময়নুল, রাজশাহী

শিক্ষকতা ছেড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার আবু হানিফ। এরই মধ্যে তিনি বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন। ১০ থেকে ১৫ দিনের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানান উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পশ্চিম সাতবাড়িয়া নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সহকারী শিক্ষক।
আবু হানিফ বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে নির্বাচনী এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সরব রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি বাঙ্গালা ইউনিয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষকতা ছেড়ে নির্বাচন করতে আসায় ইউনিয়নের পাড়া-মহল্লায়, চায়ের টেবিলে এখন তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
এমন সিদ্ধান্তের বিষয়ে আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, ২৮ বছর ধরে শিক্ষকতা করছি। এই সময়ের আমার অনেক শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও তৃণমূলের নেতাদের সঙ্গে পরামর্শ করেই নির্বাচনে নেমেছি। দীর্ঘ ৪২ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগ, যুবলীগ করার পরে প্রায় ২৪ বছর ধরে বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। আমার চাকরি সরকারি হওয়ায় গত দলীয় কাউন্সিলে অংশ নিতে পারি নাই। আমি শত ভাগ আশাবাদী এবার দল আমাকে মনোনয়ন দেবে, নির্বাচনে আমার জয় নিশ্চিত।
স্কুল থেকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে এ শিক্ষক বলেন, এখনো পদত্যাগপত্র জমা দিইনি, তবে দেব। জয়-পরাজয়ের শঙ্কা প্রশ্নে তিনি বলেন, মানুষের ভালোবাসা আমাকে নির্বাচন করতে উদ্বুদ্ধ করেছে। আগামী নির্বাচনে সবার সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে নির্বাচিত হয়ে বাঙ্গালা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।
এ প্রসঙ্গে উল্লাপাড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, দুই মাস আগে ওনার সঙ্গে আলোচনা হয়েছে যে উনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশ নেবেন। তবে এখন পর্যন্ত লিখিত পদত্যাগপত্র পাইনি। উনি নির্বাচন করতে চাইলে অবশ্যই আগে পদত্যাগপত্র জমা দিতে হবে।
প্রসঙ্গত, বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ৬ জন।

শিক্ষকতা ছেড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার আবু হানিফ। এরই মধ্যে তিনি বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন। ১০ থেকে ১৫ দিনের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানান উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পশ্চিম সাতবাড়িয়া নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সহকারী শিক্ষক।
আবু হানিফ বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে নির্বাচনী এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সরব রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি বাঙ্গালা ইউনিয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষকতা ছেড়ে নির্বাচন করতে আসায় ইউনিয়নের পাড়া-মহল্লায়, চায়ের টেবিলে এখন তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
এমন সিদ্ধান্তের বিষয়ে আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, ২৮ বছর ধরে শিক্ষকতা করছি। এই সময়ের আমার অনেক শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও তৃণমূলের নেতাদের সঙ্গে পরামর্শ করেই নির্বাচনে নেমেছি। দীর্ঘ ৪২ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগ, যুবলীগ করার পরে প্রায় ২৪ বছর ধরে বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। আমার চাকরি সরকারি হওয়ায় গত দলীয় কাউন্সিলে অংশ নিতে পারি নাই। আমি শত ভাগ আশাবাদী এবার দল আমাকে মনোনয়ন দেবে, নির্বাচনে আমার জয় নিশ্চিত।
স্কুল থেকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে এ শিক্ষক বলেন, এখনো পদত্যাগপত্র জমা দিইনি, তবে দেব। জয়-পরাজয়ের শঙ্কা প্রশ্নে তিনি বলেন, মানুষের ভালোবাসা আমাকে নির্বাচন করতে উদ্বুদ্ধ করেছে। আগামী নির্বাচনে সবার সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে নির্বাচিত হয়ে বাঙ্গালা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।
এ প্রসঙ্গে উল্লাপাড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, দুই মাস আগে ওনার সঙ্গে আলোচনা হয়েছে যে উনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশ নেবেন। তবে এখন পর্যন্ত লিখিত পদত্যাগপত্র পাইনি। উনি নির্বাচন করতে চাইলে অবশ্যই আগে পদত্যাগপত্র জমা দিতে হবে।
প্রসঙ্গত, বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ৬ জন।

মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
৫ মিনিট আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
১০ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৯ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে