প্রতিনিধি, চারঘাট (রাজশাহী)

রাজশাহীর চারঘাটে ৪ জন ব্যক্তি জীবিত থেকেও নির্বাচন কমিশনের ডেটাবেইসে নাম মৃতদের তালিকায় রয়েছে। ফলে তাঁরা সরকারের নানাবিধ সেবা থেকে বঞ্চিত রয়েছেন। পুনরায় জীবিতদের তালিকায় নাম ওঠাতে তাঁরা বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছেন।
ডেটাবেইসে নাম থাকা মৃত ৪ ব্যক্তিরা হলেন-উপজেলার থানাপাড়া গ্রামের আল ফারাবী ইবনুল (২৮), পরানপুর গ্রামের হাজেরা বেগম (৮৪), হাবিবপুর গ্রামের আমান উল্লাহ (৭০) ও ডাকরা গ্রামের শাহানাজ পারভিন (৫০)।
উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই ৪ জনের তথ্য পুনরায় ভোটার তালিকা সংক্রান্ত সার্ভারে পুনঃস্থাপনের জন্য গত ১১ মে রাজশাহী জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন উপজেলার নির্বাচন কর্মকর্তা।
এ বিষয়ে হাজেরা বেগম উপজেলার পরানপুর গ্রামের আজাহার আলীর স্ত্রী। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বর্তমান বয়স ৮৪ বছর। তিনি নিয়মিত বয়স্ক ভাতা পেতেন। বেঁচে থেকেও মৃত বৃদ্ধা হাজেরা বেগম নামে ভোটার তালিকায় নাম রয়েছে।
ফলে ২০২০ সালের জুলাই থেকে তাঁর ভাতা বন্ধ রয়েছে।
কারণ খুঁজতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকার হালনাগাদ তথ্য অনুযায়ী তিনি এখন মৃত।
হাজেরা বেগমের মতো বাকি তিনজনের একই অবস্থা। তাঁরা ভাতা, করোনাকালীন সময়ের সরকারি যাবতীয় সুবিধা ভোগ করতে পারছেন না। তাঁরা নির্বাচন কমিশনের ডেটাবেইসে নিজেদের জীবিত প্রমাণ করতে পারলে তবেই আবার সকল সুবিধা ফিরে পাবেন বলে জানানো হয়েছে।
এ বিষয়ে চারঘাট উপজেলার নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, হয়তো কোনো ভুল বশত নির্বাচন কমিশনের ডেটাবেইস থেকে ৪ জনের নাম কাটা গেছে। তবে আমরা পুনরায় অন্তর্ভুক্তির জন্য জেলা নির্বাচন অফিসে তাঁদের আবেদনগুলো পাঠিয়েছি।
রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ৪ জনের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্তির জন্য সুপারিশসহ আবেদনপত্র নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানো হয়েছে।

রাজশাহীর চারঘাটে ৪ জন ব্যক্তি জীবিত থেকেও নির্বাচন কমিশনের ডেটাবেইসে নাম মৃতদের তালিকায় রয়েছে। ফলে তাঁরা সরকারের নানাবিধ সেবা থেকে বঞ্চিত রয়েছেন। পুনরায় জীবিতদের তালিকায় নাম ওঠাতে তাঁরা বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছেন।
ডেটাবেইসে নাম থাকা মৃত ৪ ব্যক্তিরা হলেন-উপজেলার থানাপাড়া গ্রামের আল ফারাবী ইবনুল (২৮), পরানপুর গ্রামের হাজেরা বেগম (৮৪), হাবিবপুর গ্রামের আমান উল্লাহ (৭০) ও ডাকরা গ্রামের শাহানাজ পারভিন (৫০)।
উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই ৪ জনের তথ্য পুনরায় ভোটার তালিকা সংক্রান্ত সার্ভারে পুনঃস্থাপনের জন্য গত ১১ মে রাজশাহী জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন উপজেলার নির্বাচন কর্মকর্তা।
এ বিষয়ে হাজেরা বেগম উপজেলার পরানপুর গ্রামের আজাহার আলীর স্ত্রী। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বর্তমান বয়স ৮৪ বছর। তিনি নিয়মিত বয়স্ক ভাতা পেতেন। বেঁচে থেকেও মৃত বৃদ্ধা হাজেরা বেগম নামে ভোটার তালিকায় নাম রয়েছে।
ফলে ২০২০ সালের জুলাই থেকে তাঁর ভাতা বন্ধ রয়েছে।
কারণ খুঁজতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকার হালনাগাদ তথ্য অনুযায়ী তিনি এখন মৃত।
হাজেরা বেগমের মতো বাকি তিনজনের একই অবস্থা। তাঁরা ভাতা, করোনাকালীন সময়ের সরকারি যাবতীয় সুবিধা ভোগ করতে পারছেন না। তাঁরা নির্বাচন কমিশনের ডেটাবেইসে নিজেদের জীবিত প্রমাণ করতে পারলে তবেই আবার সকল সুবিধা ফিরে পাবেন বলে জানানো হয়েছে।
এ বিষয়ে চারঘাট উপজেলার নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, হয়তো কোনো ভুল বশত নির্বাচন কমিশনের ডেটাবেইস থেকে ৪ জনের নাম কাটা গেছে। তবে আমরা পুনরায় অন্তর্ভুক্তির জন্য জেলা নির্বাচন অফিসে তাঁদের আবেদনগুলো পাঠিয়েছি।
রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ৪ জনের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্তির জন্য সুপারিশসহ আবেদনপত্র নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানো হয়েছে।

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৩ ঘণ্টা আগে