প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

সড়কপথে চলাচলের সুবিধার্থে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া উত্তরপাড়ায় ২৪ লাখ ৫৪ হাজার ৯২০ টাকায় চিকনাই নদীর ওপর নির্মাণ করা হয় একটি ব্রিজ। কিন্তু সেই ব্রিজটিই এখন এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ব্রিজের অবকাঠামো ও সংযোগ সড়ক নিচু হওয়ায় সড়ক ও নৌ উভয় পথেই চলাচলের ক্ষেত্রে বিপাকে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, রাস্তা নিচু হওয়ায় নদীর পানিতে এখন ব্রিজের দুই পাশ জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। আবার ব্রিজ নিচু হওয়ায় নৌকা নিয়ে চলাচলও করা যাচ্ছে না। সরকারি অর্থে ব্রিজটি নির্মাণ করা হলেও তা এখন এলাকাবাসীর কোন উপকারেই আসছে না।
ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে গত বছর ব্রিজটি নির্মাণ করা হয়। তবে ব্রিজের দুই পাশের সংযোগ সড়কটি উঁচু করা হয়নি। পানির কারণে ব্রিজটি এখন ক্ষতির সম্মুখীন।
স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলী বলেন, আমরা রাস্তার ওপর দিয়েও যেতে পারছি না। নিচ দিয়েও যেতে পারছি না। এই ব্রিজ আমাদের কোন উপকারে আসছে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান জানান, চলতি বছরের জুনে ব্রিজের নির্মাণকাজ শেষ হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া প্রকল্প অনুযায়ী ব্রিজের স্থান, উচ্চতা ও প্রশস্ততা নির্ধারণ করা হয়েছে। ব্রিজ নির্মাণের সময় কারও কোন অভিযোগ ছিল না।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সড়কপথে চলাচলের সুবিধার্থে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া উত্তরপাড়ায় ২৪ লাখ ৫৪ হাজার ৯২০ টাকায় চিকনাই নদীর ওপর নির্মাণ করা হয় একটি ব্রিজ। কিন্তু সেই ব্রিজটিই এখন এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ব্রিজের অবকাঠামো ও সংযোগ সড়ক নিচু হওয়ায় সড়ক ও নৌ উভয় পথেই চলাচলের ক্ষেত্রে বিপাকে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, রাস্তা নিচু হওয়ায় নদীর পানিতে এখন ব্রিজের দুই পাশ জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। আবার ব্রিজ নিচু হওয়ায় নৌকা নিয়ে চলাচলও করা যাচ্ছে না। সরকারি অর্থে ব্রিজটি নির্মাণ করা হলেও তা এখন এলাকাবাসীর কোন উপকারেই আসছে না।
ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে গত বছর ব্রিজটি নির্মাণ করা হয়। তবে ব্রিজের দুই পাশের সংযোগ সড়কটি উঁচু করা হয়নি। পানির কারণে ব্রিজটি এখন ক্ষতির সম্মুখীন।
স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলী বলেন, আমরা রাস্তার ওপর দিয়েও যেতে পারছি না। নিচ দিয়েও যেতে পারছি না। এই ব্রিজ আমাদের কোন উপকারে আসছে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান জানান, চলতি বছরের জুনে ব্রিজের নির্মাণকাজ শেষ হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া প্রকল্প অনুযায়ী ব্রিজের স্থান, উচ্চতা ও প্রশস্ততা নির্ধারণ করা হয়েছে। ব্রিজ নির্মাণের সময় কারও কোন অভিযোগ ছিল না।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
৪০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে