তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে শ্বশুরবাড়িতে গিয়ে শিশুসন্তানসহ স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে অলিউর রহমান (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।
মা-শিশুছেলের লাশ উদ্ধার ও অলিউরকে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
নিহতরা হলেন পাঁচন্দর উত্তরপাড়ার আব্দুর রহিমের মেয়ে নিপা খাতুন (২২) ও তাঁর শিশুছেলে নূর (৫)। আটক অলিউর রহমান একই উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মদপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের বাবার বাড়ি এলাকার সোহেল, মারুফসহ কয়েকজন বলেন, গতকাল শুক্রবার নিপা তাঁর বাবার বাড়িতে ছেলে নুরের সুন্নতে খতনা দেন। কিন্তু ছেলের খতনায় স্বামীকে জানাননি নিপা। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী শ্বশুরবাড়িতে গিয়ে একা পেয়ে স্ত্রীকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করেন। এ সময় তাঁদের সন্তান নুর এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করে হত্যা করেন অলিউর। পরে স্থানীয় লোকজন অলিউরকে মারধর আটক করে। পরে পুলিশ এসে তাঁকে আটক করে।
নিহত নিপার বড়ভাই ভুলু বলেন, ‘দেড় বছর আগে আমার বোনকে হাসুয়া দিয়ে কোমরে কোপ দিয়েছিলেন অলিউর। তখন অলিউরের নামে আমরা মামলা করেছিলাম। ওই মামলায় কারাগারে ছিলেন অলিউর। পরে আপসের মাধ্যমে অলিউরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়। নিপাকে ছাড়িয়ে নেওয়া হয় অলিউরের কাছ থেকে। ৭-৮ মাস আগে আপসের মাধ্যমে কারাগার থেকে মুক্ত হন অলিউর। দেড় মাস আগে আবারও নিপা-অলিউরের বিয়ে হয়। শুক্রবার ভাগনে নূরের সুন্নতে খতনা করা হয়েছিল।’
ওসি আব্দুর রহিম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে অলিউরকে উদ্ধার করেছে। তাঁকে মাতাল অবস্থায় পাওয়া গেছে। পুলিশ হেফাজতে অলিউর তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসাধীন রয়েছে।’
ওসি আব্দুর রহিম আরও বলেন, ‘লাশ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ নিয়ে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোদাগাড়ী সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) সোহেল রানা।’

রাজশাহীর তানোরে শ্বশুরবাড়িতে গিয়ে শিশুসন্তানসহ স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে অলিউর রহমান (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।
মা-শিশুছেলের লাশ উদ্ধার ও অলিউরকে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
নিহতরা হলেন পাঁচন্দর উত্তরপাড়ার আব্দুর রহিমের মেয়ে নিপা খাতুন (২২) ও তাঁর শিশুছেলে নূর (৫)। আটক অলিউর রহমান একই উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মদপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের বাবার বাড়ি এলাকার সোহেল, মারুফসহ কয়েকজন বলেন, গতকাল শুক্রবার নিপা তাঁর বাবার বাড়িতে ছেলে নুরের সুন্নতে খতনা দেন। কিন্তু ছেলের খতনায় স্বামীকে জানাননি নিপা। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী শ্বশুরবাড়িতে গিয়ে একা পেয়ে স্ত্রীকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করেন। এ সময় তাঁদের সন্তান নুর এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করে হত্যা করেন অলিউর। পরে স্থানীয় লোকজন অলিউরকে মারধর আটক করে। পরে পুলিশ এসে তাঁকে আটক করে।
নিহত নিপার বড়ভাই ভুলু বলেন, ‘দেড় বছর আগে আমার বোনকে হাসুয়া দিয়ে কোমরে কোপ দিয়েছিলেন অলিউর। তখন অলিউরের নামে আমরা মামলা করেছিলাম। ওই মামলায় কারাগারে ছিলেন অলিউর। পরে আপসের মাধ্যমে অলিউরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়। নিপাকে ছাড়িয়ে নেওয়া হয় অলিউরের কাছ থেকে। ৭-৮ মাস আগে আপসের মাধ্যমে কারাগার থেকে মুক্ত হন অলিউর। দেড় মাস আগে আবারও নিপা-অলিউরের বিয়ে হয়। শুক্রবার ভাগনে নূরের সুন্নতে খতনা করা হয়েছিল।’
ওসি আব্দুর রহিম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে অলিউরকে উদ্ধার করেছে। তাঁকে মাতাল অবস্থায় পাওয়া গেছে। পুলিশ হেফাজতে অলিউর তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসাধীন রয়েছে।’
ওসি আব্দুর রহিম আরও বলেন, ‘লাশ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ নিয়ে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোদাগাড়ী সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) সোহেল রানা।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১০ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১২ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১৪ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে