প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৪০। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৫৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৮৫। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।
জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮০ জন শনাক্ত হন। এ ছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১৬টি নমুনায় ৭ জনের, অ্যান্টিজেন পরীক্ষায় ২৭৫টি নমুনায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়। আর বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
ডা. তুহিন বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার রয়েছেন ৮৮, ধুনট ও শেরপুরে ৭ জন করে, দুপচাঁচিয়া, সারিয়াকান্দি ও আদমদীঘিতে ৬ জন করে, গাবতলী, আদমদীঘিতে ৭ জন করে, কাহালু ও শিবগঞ্জে ২ জন করে, শাজাহানপুরে ১০ জন, নন্দীগ্রাম উপজেলার ১৬ জন রযেছেন। করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৪ শতাংশ।
করোনায় মৃত্যুর সংখ্যা বিষয়ে ডা. তুহিন বলেন, ‘জেলার স্বাস্থ্য বিভাগের হিসাবে বগুড়ায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৪০ জনের। তবে আগের আরও দুজনের মৃত্যু আছে শজিমেক হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের তাঁদের বিষয়ে লিখিত কোনো কাগজ দেয়নি। এ কারণে ওই দুজনের নাম স্বাস্থ্য বিভাগের করা মৃতের তালিকায় এখনো ওঠানো হয়নি। এই দুজনসহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৪৪২।’

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৪০। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৫৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৮৫। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।
জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮০ জন শনাক্ত হন। এ ছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১৬টি নমুনায় ৭ জনের, অ্যান্টিজেন পরীক্ষায় ২৭৫টি নমুনায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়। আর বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
ডা. তুহিন বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার রয়েছেন ৮৮, ধুনট ও শেরপুরে ৭ জন করে, দুপচাঁচিয়া, সারিয়াকান্দি ও আদমদীঘিতে ৬ জন করে, গাবতলী, আদমদীঘিতে ৭ জন করে, কাহালু ও শিবগঞ্জে ২ জন করে, শাজাহানপুরে ১০ জন, নন্দীগ্রাম উপজেলার ১৬ জন রযেছেন। করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৪ শতাংশ।
করোনায় মৃত্যুর সংখ্যা বিষয়ে ডা. তুহিন বলেন, ‘জেলার স্বাস্থ্য বিভাগের হিসাবে বগুড়ায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৪০ জনের। তবে আগের আরও দুজনের মৃত্যু আছে শজিমেক হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের তাঁদের বিষয়ে লিখিত কোনো কাগজ দেয়নি। এ কারণে ওই দুজনের নাম স্বাস্থ্য বিভাগের করা মৃতের তালিকায় এখনো ওঠানো হয়নি। এই দুজনসহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৪৪২।’

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৫ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৪৩ মিনিট আগে