প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৪০। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৫৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৮৫। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।
জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮০ জন শনাক্ত হন। এ ছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১৬টি নমুনায় ৭ জনের, অ্যান্টিজেন পরীক্ষায় ২৭৫টি নমুনায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়। আর বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
ডা. তুহিন বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার রয়েছেন ৮৮, ধুনট ও শেরপুরে ৭ জন করে, দুপচাঁচিয়া, সারিয়াকান্দি ও আদমদীঘিতে ৬ জন করে, গাবতলী, আদমদীঘিতে ৭ জন করে, কাহালু ও শিবগঞ্জে ২ জন করে, শাজাহানপুরে ১০ জন, নন্দীগ্রাম উপজেলার ১৬ জন রযেছেন। করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৪ শতাংশ।
করোনায় মৃত্যুর সংখ্যা বিষয়ে ডা. তুহিন বলেন, ‘জেলার স্বাস্থ্য বিভাগের হিসাবে বগুড়ায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৪০ জনের। তবে আগের আরও দুজনের মৃত্যু আছে শজিমেক হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের তাঁদের বিষয়ে লিখিত কোনো কাগজ দেয়নি। এ কারণে ওই দুজনের নাম স্বাস্থ্য বিভাগের করা মৃতের তালিকায় এখনো ওঠানো হয়নি। এই দুজনসহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৪৪২।’

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৪০। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৫৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৮৫। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।
জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮০ জন শনাক্ত হন। এ ছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১৬টি নমুনায় ৭ জনের, অ্যান্টিজেন পরীক্ষায় ২৭৫টি নমুনায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়। আর বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
ডা. তুহিন বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার রয়েছেন ৮৮, ধুনট ও শেরপুরে ৭ জন করে, দুপচাঁচিয়া, সারিয়াকান্দি ও আদমদীঘিতে ৬ জন করে, গাবতলী, আদমদীঘিতে ৭ জন করে, কাহালু ও শিবগঞ্জে ২ জন করে, শাজাহানপুরে ১০ জন, নন্দীগ্রাম উপজেলার ১৬ জন রযেছেন। করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৪ শতাংশ।
করোনায় মৃত্যুর সংখ্যা বিষয়ে ডা. তুহিন বলেন, ‘জেলার স্বাস্থ্য বিভাগের হিসাবে বগুড়ায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৪০ জনের। তবে আগের আরও দুজনের মৃত্যু আছে শজিমেক হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের তাঁদের বিষয়ে লিখিত কোনো কাগজ দেয়নি। এ কারণে ওই দুজনের নাম স্বাস্থ্য বিভাগের করা মৃতের তালিকায় এখনো ওঠানো হয়নি। এই দুজনসহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৪৪২।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে