বগুড়া প্রতিনিধি

১৪ বছর পালিয়ে থাকার পর অবশেষে বগুড়ার শিবগঞ্জে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি শামিম গাছু (৪৫) র্যাবের জালে ধরা পড়লেন। গতকাল শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ছদ্মবেশে ওই এলাকায় রিকশা চালাতেন।
আজ শনিবার র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার শামিম গাছু শিবগঞ্জ উপজেলার দেউলী গাছুপাড়া গ্রামের মৃত ছানাউল্লাহ গাছুর ছেলে।
র্যাব জানায়, ২০০৬ সালে শিবগঞ্জ উপজেলার একই গ্রামের আনিছুর রহমানের কাছ থেকে ধানের জমি বর্গা নেন শামিম গাছু। ওই জমিতে ধান চাষ করে কাটার পর আনিছুরের ভাগের ধান নিয়ে আসার জন্য তার বাড়িতে যেতে বলে। ২০০৬ সালের ১ ডিসেম্বর সন্ধ্যায় আনিসুর ধান নিয়ে আসার জন্য শামিম গাছুর বাড়িতে গেলে আনিসুরকে হত্যা করে লাশ গুম করে।
লাশ উদ্ধারের পর একই বছরের ৮ ডিসেম্বর নিহতের ভাই আব্দুল আজিজ শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ শামিম গাছুকে গ্রেপ্তার করে। সাড়ে তিন বছর করাগারে থাকার পর শামিম গাছু জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করে।
এরপর থেকেই শামিম গাছু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গাজীপুরে চলে যায়। সেখানে বিয়ে করে সংসার শুরু করে এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত বছরের ৩০ নভেম্বর মামলার রায় ঘোষণা পর আদালত শামিম গাছুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এরপর র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যো গোপন সংবাদের ভিত্তিতে শামিম গাছুর অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার রাতে র্যাব-১২ বগুড়া ও র্যাব-১ পোড়াবাড়ী, গাজীপুর এর যৌথ অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে শামিম গাছুকে গ্রেপ্তার করে। শনিবার শামিম গাছুকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

১৪ বছর পালিয়ে থাকার পর অবশেষে বগুড়ার শিবগঞ্জে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি শামিম গাছু (৪৫) র্যাবের জালে ধরা পড়লেন। গতকাল শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ছদ্মবেশে ওই এলাকায় রিকশা চালাতেন।
আজ শনিবার র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার শামিম গাছু শিবগঞ্জ উপজেলার দেউলী গাছুপাড়া গ্রামের মৃত ছানাউল্লাহ গাছুর ছেলে।
র্যাব জানায়, ২০০৬ সালে শিবগঞ্জ উপজেলার একই গ্রামের আনিছুর রহমানের কাছ থেকে ধানের জমি বর্গা নেন শামিম গাছু। ওই জমিতে ধান চাষ করে কাটার পর আনিছুরের ভাগের ধান নিয়ে আসার জন্য তার বাড়িতে যেতে বলে। ২০০৬ সালের ১ ডিসেম্বর সন্ধ্যায় আনিসুর ধান নিয়ে আসার জন্য শামিম গাছুর বাড়িতে গেলে আনিসুরকে হত্যা করে লাশ গুম করে।
লাশ উদ্ধারের পর একই বছরের ৮ ডিসেম্বর নিহতের ভাই আব্দুল আজিজ শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ শামিম গাছুকে গ্রেপ্তার করে। সাড়ে তিন বছর করাগারে থাকার পর শামিম গাছু জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করে।
এরপর থেকেই শামিম গাছু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গাজীপুরে চলে যায়। সেখানে বিয়ে করে সংসার শুরু করে এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত বছরের ৩০ নভেম্বর মামলার রায় ঘোষণা পর আদালত শামিম গাছুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এরপর র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যো গোপন সংবাদের ভিত্তিতে শামিম গাছুর অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার রাতে র্যাব-১২ বগুড়া ও র্যাব-১ পোড়াবাড়ী, গাজীপুর এর যৌথ অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে শামিম গাছুকে গ্রেপ্তার করে। শনিবার শামিম গাছুকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে