তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ে আসার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে তিন বখাটে। এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীকে অটোভ্যান থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তার ওপর মারধর করেছে তারা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর এলাকার আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সুপারিনটেন্ডেন্ট (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জানান, প্রায়ই ওই ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করত বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল। কিন্তু আজ প্রতিবাদ করায় তারা ওই ছাত্রীকে মারধর করেছে।
এদিকে বখাটে কর্তৃক প্রকাশ্যে দশম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনায় আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী অটো ভ্যানচালক নাজমুল হক বলেন, আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী অটো ভ্যানযোগে বিদ্যালয়ে আসার পথে নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে রুবেল হোসেন (১৯), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (২০) ও পলানের ছেলে নাজমুল হক (২০) ওই ছাত্রীকে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করছিল। পরে ওই ছাত্রী তাঁর প্রতিষ্ঠান আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি এসে এর প্রতিবাদ করে।
এতে বখাটেরা অটো ভ্যানের গতি রোধ করে ওই ছাত্রীকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিলঘুষি ও মারধর করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে বিদ্যালয়ে শিক্ষকদের কাছে পৌঁছে দেন।
এদিকে মারধরের শিকার স্কুলছাত্রী (১৫) আজকের পত্রিকাকে বলে, `প্রায়ই বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই তিন যুবক রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক তাকে উত্ত্যক্ত করে। আজ এর প্রতিবাদ করায় তারা আমাকে মারধর করেছে। আমি এর বিচার চাই।'
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানান, দুপুর ১২টার দিকে ওই ছাত্রীর অভিভাবক ও শিক্ষকেরা এসে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দ্রুত বখাটেদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ে আসার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে তিন বখাটে। এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীকে অটোভ্যান থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তার ওপর মারধর করেছে তারা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর এলাকার আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সুপারিনটেন্ডেন্ট (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জানান, প্রায়ই ওই ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করত বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল। কিন্তু আজ প্রতিবাদ করায় তারা ওই ছাত্রীকে মারধর করেছে।
এদিকে বখাটে কর্তৃক প্রকাশ্যে দশম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনায় আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী অটো ভ্যানচালক নাজমুল হক বলেন, আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী অটো ভ্যানযোগে বিদ্যালয়ে আসার পথে নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে রুবেল হোসেন (১৯), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (২০) ও পলানের ছেলে নাজমুল হক (২০) ওই ছাত্রীকে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করছিল। পরে ওই ছাত্রী তাঁর প্রতিষ্ঠান আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি এসে এর প্রতিবাদ করে।
এতে বখাটেরা অটো ভ্যানের গতি রোধ করে ওই ছাত্রীকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিলঘুষি ও মারধর করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে বিদ্যালয়ে শিক্ষকদের কাছে পৌঁছে দেন।
এদিকে মারধরের শিকার স্কুলছাত্রী (১৫) আজকের পত্রিকাকে বলে, `প্রায়ই বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই তিন যুবক রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক তাকে উত্ত্যক্ত করে। আজ এর প্রতিবাদ করায় তারা আমাকে মারধর করেছে। আমি এর বিচার চাই।'
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানান, দুপুর ১২টার দিকে ওই ছাত্রীর অভিভাবক ও শিক্ষকেরা এসে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দ্রুত বখাটেদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই। তাহরিমা জান্নাত সুরভী নাগরিক সুবিধা পাননি। তাঁর সাথে কোনো ন্যায়বিচার করা হয়নি। একটি মিথ্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল।’
১৩ মিনিট আগে
দেশে আগামী মাসের ১২ ফেব্রুয়ারি একই দিনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই গণভোট সামনে রেখে এরই মধ্যে সরকারের তরফ থেকে শুরু হয়েছে প্রচারণা। দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভোটের গাড়ি। তবে মৌলভীবাজারে এই প্রচারণা সীমাবদ্ধ রয়েছে কেবল জেলা শহর পর্যন্ত। কিন্তু জেলার ৯২টি চা-বাগানের ভোটার এবং
৭ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের কাজ আট বছরেও শুরু হয়নি। জমি অধিগ্রহণ ও সাইনবোর্ড স্থাপনেই থেমে আছে প্রকল্প। এদিকে উপজেলার কোথাও অগ্নিকাণ্ড ঘটলে সময়মতো ফায়ার সার্ভিসের সেবা মিলছে না।
৭ ঘণ্টা আগে
তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে গাইবান্ধা ও নাটোরের নলডাঙ্গা উপজেলায় বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেক জায়গায় চারা মরে যাচ্ছে, আবার জীবিত চারাগুলো হলদে হয়ে পাতা নষ্ট হচ্ছে। ছত্রাকনাশক ও বালাইনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় নির্ধারিত সময়ে জমিতে চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকে
৭ ঘণ্টা আগে