নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও দুর্গাপুর প্রতিনিধি

রাজশাহীর সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফার দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার বেলা ২টার দিকে তাঁর মরদেহ রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহে আনা হয়। এখানে তাঁর তৃতীয় এবং শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ শেষে মহানগরীর হেতেম খাঁ কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতসহ রাজশাহী মহানগর ও জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণির মানুষ জানাজায় অংশ নেন।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে সদ্য প্রয়াত বিএনপি নেতা নাদিম মোস্তফার নির্বাচনী এলাকা দুর্গাপুর এবং বেলা ১১টায় পুঠিয়ায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে রোববার (৩০ জুন) আসরের নামাজের পর রাজধানীর নয়াপল্টনে নাদিম মোস্তফার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুর্গাপুরে নামাজে শরিক হন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ফিরোজ প্রমুখ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসন থেকে ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।
নাদিম মোস্তফা রোববার (৩০ জুন) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। রোববার সকালে গুলশানের বাসায় অসুস্থবোধ করলে দ্রুত তাঁকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই দুপুর পৌনে ১২ দিকে তাঁর মৃত্যু হয়।

রাজশাহীর সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফার দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার বেলা ২টার দিকে তাঁর মরদেহ রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহে আনা হয়। এখানে তাঁর তৃতীয় এবং শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ শেষে মহানগরীর হেতেম খাঁ কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতসহ রাজশাহী মহানগর ও জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণির মানুষ জানাজায় অংশ নেন।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে সদ্য প্রয়াত বিএনপি নেতা নাদিম মোস্তফার নির্বাচনী এলাকা দুর্গাপুর এবং বেলা ১১টায় পুঠিয়ায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে রোববার (৩০ জুন) আসরের নামাজের পর রাজধানীর নয়াপল্টনে নাদিম মোস্তফার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুর্গাপুরে নামাজে শরিক হন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ফিরোজ প্রমুখ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসন থেকে ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।
নাদিম মোস্তফা রোববার (৩০ জুন) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। রোববার সকালে গুলশানের বাসায় অসুস্থবোধ করলে দ্রুত তাঁকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই দুপুর পৌনে ১২ দিকে তাঁর মৃত্যু হয়।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৩ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে