Ajker Patrika

রুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১২: ৫৪
রুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ
শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কয়েকজন শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১টার দিকে রুয়েট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের ভদ্রা মোড়ে সড়ক অবরোধ করেন তাঁরা।

প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এর ফলে ভদ্রা এলাকায় যানজট তৈরি হয়। পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ কয়েকটি দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীরা জানান, আগের দিন সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের হজের মোড় এলাকায় কথা-কাটাকাটির পর স্থানীয় ব্যবসায়ীরা রুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিলেও ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি রাখেন। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে রুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, সোমবার সন্ধ্যার ঘটনায় রুয়েট প্রশাসন বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। এতে আসামি হিসেবে পাঁচজনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া আরও অজ্ঞাতনামা আসামি আছেন আরও ৫০ জন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত