নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষার পাসের হারেও ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। টানা সাত বছর ধরে তাদের এই সফলতা বহাল রয়েছে।
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল আজ শুক্রবার ঘোষণা করা হয়। রাজশাহী বোর্ডে গড় পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ। যা গত বছরের চেয়ে বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা।
এবার রাজশাহী বোর্ড থেকে ২ লাখ ৬ হাজার ৩০৩ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন। যেখানে গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৬১৭ জন।
ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর মেয়েদের পাসের হার ৯০ দশমিক শূন্য ৮ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ। রাজশাহী বোর্ডে ২০১৭ সাল থেকেই পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। এবার বোর্ডের ১৪ হাজার ৭১৩ ছাত্রী এবং ১২ হাজার ১৬৪ ছাত্র জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ২০১৯ সাল থেকে এগিয়ে রয়েছে মেয়েরা।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এ বছর বিভাগের ৮ জেলা থেকে ২ হাজার ৬৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিয়েছিল। এর মধ্যে একটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আর ১৭৮টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। বোর্ডের অধীন মোট ২৬৫টি কেন্দ্রে পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালে ১১ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছিল। অনুপস্থিত ছিল ২ হাজার ৭০৫ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, বিভাগের আট জেলার মধ্যে সর্বোচ্চ পাসের হার জয়পুরহাটে। এ জেলার ৯০ দশমিক ৬২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। সবচেয়ে কম ৮৬ দশমিক ১১ শতাংশ পাস করেছে রাজশাহী জেলায়।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, নাটোরে ৮৬ দশমিক ৬৪ শতাংশ, নওগাঁয় ৮৯ দশমিক ৮৪ শতাংশ, পাবনায় ৮৬ দশমিক ৫৪ শতাংশ, সিরাজগঞ্জে ৮৮ দশমিক ৩৯ শতাংশ ও বগুড়ায় ৮৯ দশমিক ১০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল বলেন, রাজশাহী বোর্ডের পাসের হার সন্তোষজনক। তবে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অনেক কমেছে। এটি কেন হলো তার কারণ অনুসন্ধান করে সে অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষার পাসের হারেও ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। টানা সাত বছর ধরে তাদের এই সফলতা বহাল রয়েছে।
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল আজ শুক্রবার ঘোষণা করা হয়। রাজশাহী বোর্ডে গড় পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ। যা গত বছরের চেয়ে বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা।
এবার রাজশাহী বোর্ড থেকে ২ লাখ ৬ হাজার ৩০৩ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন। যেখানে গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৬১৭ জন।
ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর মেয়েদের পাসের হার ৯০ দশমিক শূন্য ৮ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ। রাজশাহী বোর্ডে ২০১৭ সাল থেকেই পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। এবার বোর্ডের ১৪ হাজার ৭১৩ ছাত্রী এবং ১২ হাজার ১৬৪ ছাত্র জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ২০১৯ সাল থেকে এগিয়ে রয়েছে মেয়েরা।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এ বছর বিভাগের ৮ জেলা থেকে ২ হাজার ৬৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিয়েছিল। এর মধ্যে একটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আর ১৭৮টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। বোর্ডের অধীন মোট ২৬৫টি কেন্দ্রে পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালে ১১ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছিল। অনুপস্থিত ছিল ২ হাজার ৭০৫ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, বিভাগের আট জেলার মধ্যে সর্বোচ্চ পাসের হার জয়পুরহাটে। এ জেলার ৯০ দশমিক ৬২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। সবচেয়ে কম ৮৬ দশমিক ১১ শতাংশ পাস করেছে রাজশাহী জেলায়।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, নাটোরে ৮৬ দশমিক ৬৪ শতাংশ, নওগাঁয় ৮৯ দশমিক ৮৪ শতাংশ, পাবনায় ৮৬ দশমিক ৫৪ শতাংশ, সিরাজগঞ্জে ৮৮ দশমিক ৩৯ শতাংশ ও বগুড়ায় ৮৯ দশমিক ১০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল বলেন, রাজশাহী বোর্ডের পাসের হার সন্তোষজনক। তবে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অনেক কমেছে। এটি কেন হলো তার কারণ অনুসন্ধান করে সে অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হবে।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৩ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৩ ঘণ্টা আগে