বগুড়া প্রতিনিধি

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ১৫ দিন পর বগুড়ার দুই বিএনপি নেতার সন্ধান মিলেছে। তাঁদের একজন নিজেই বাড়িতে ফিরেছেন। আর অপরজন পরিবারের কাছে ফোনে জানিয়েছেন নিরাপদে আছেন। শিগগিরই বাড়ি ফিরবেন। এই দুই বিএনপি নেতা হলেন কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ওই দুই নেতার পরিবারের সদস্যরা। ১৪ ডিসেম্বর বগুড়ার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি থেকে তাঁদের ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
আনোয়ারের মা রমেনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে বৃহস্পতিবার বাড়ি এসেছে। সে সুস্থ ও ভালো আছে। তবে এত দিন কোথায় ছিল সে ব্যাপারে কিছু বলছে না।’
অপর বিএনপি নেতা দেলোয়ারের স্ত্রী সালমা খাতুন বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী ফোন করে জানায় খুব শিগগিরই বাড়ি ফিরবে। তবে কোথায় আছে সে ব্যাপারে বিস্তারিত জানায়নি।’
উল্লেখ্য, ২০ ডিসেম্বর দুই বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে। ঘটনার পর থেকে বগুড়া জেলা পুলিশ দুই বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
এদিকে ২৬ ডিসেম্বর বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বগুড়ার কাহালু উপজেলার দুই বিএনপি নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ থাকার বিষয় উল্লেখ করেন এবং তাঁদের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন।
বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘আমরা জেনেছি একজন বিএনপি নেতা বাড়িতে এসেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ১৫ দিন পর বগুড়ার দুই বিএনপি নেতার সন্ধান মিলেছে। তাঁদের একজন নিজেই বাড়িতে ফিরেছেন। আর অপরজন পরিবারের কাছে ফোনে জানিয়েছেন নিরাপদে আছেন। শিগগিরই বাড়ি ফিরবেন। এই দুই বিএনপি নেতা হলেন কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ওই দুই নেতার পরিবারের সদস্যরা। ১৪ ডিসেম্বর বগুড়ার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি থেকে তাঁদের ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
আনোয়ারের মা রমেনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে বৃহস্পতিবার বাড়ি এসেছে। সে সুস্থ ও ভালো আছে। তবে এত দিন কোথায় ছিল সে ব্যাপারে কিছু বলছে না।’
অপর বিএনপি নেতা দেলোয়ারের স্ত্রী সালমা খাতুন বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী ফোন করে জানায় খুব শিগগিরই বাড়ি ফিরবে। তবে কোথায় আছে সে ব্যাপারে বিস্তারিত জানায়নি।’
উল্লেখ্য, ২০ ডিসেম্বর দুই বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে। ঘটনার পর থেকে বগুড়া জেলা পুলিশ দুই বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
এদিকে ২৬ ডিসেম্বর বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বগুড়ার কাহালু উপজেলার দুই বিএনপি নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ থাকার বিষয় উল্লেখ করেন এবং তাঁদের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন।
বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘আমরা জেনেছি একজন বিএনপি নেতা বাড়িতে এসেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৭ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২৪ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে