বগুড়া প্রতিনিধি

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ১৫ দিন পর বগুড়ার দুই বিএনপি নেতার সন্ধান মিলেছে। তাঁদের একজন নিজেই বাড়িতে ফিরেছেন। আর অপরজন পরিবারের কাছে ফোনে জানিয়েছেন নিরাপদে আছেন। শিগগিরই বাড়ি ফিরবেন। এই দুই বিএনপি নেতা হলেন কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ওই দুই নেতার পরিবারের সদস্যরা। ১৪ ডিসেম্বর বগুড়ার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি থেকে তাঁদের ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
আনোয়ারের মা রমেনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে বৃহস্পতিবার বাড়ি এসেছে। সে সুস্থ ও ভালো আছে। তবে এত দিন কোথায় ছিল সে ব্যাপারে কিছু বলছে না।’
অপর বিএনপি নেতা দেলোয়ারের স্ত্রী সালমা খাতুন বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী ফোন করে জানায় খুব শিগগিরই বাড়ি ফিরবে। তবে কোথায় আছে সে ব্যাপারে বিস্তারিত জানায়নি।’
উল্লেখ্য, ২০ ডিসেম্বর দুই বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে। ঘটনার পর থেকে বগুড়া জেলা পুলিশ দুই বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
এদিকে ২৬ ডিসেম্বর বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বগুড়ার কাহালু উপজেলার দুই বিএনপি নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ থাকার বিষয় উল্লেখ করেন এবং তাঁদের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন।
বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘আমরা জেনেছি একজন বিএনপি নেতা বাড়িতে এসেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ১৫ দিন পর বগুড়ার দুই বিএনপি নেতার সন্ধান মিলেছে। তাঁদের একজন নিজেই বাড়িতে ফিরেছেন। আর অপরজন পরিবারের কাছে ফোনে জানিয়েছেন নিরাপদে আছেন। শিগগিরই বাড়ি ফিরবেন। এই দুই বিএনপি নেতা হলেন কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ওই দুই নেতার পরিবারের সদস্যরা। ১৪ ডিসেম্বর বগুড়ার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি থেকে তাঁদের ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
আনোয়ারের মা রমেনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে বৃহস্পতিবার বাড়ি এসেছে। সে সুস্থ ও ভালো আছে। তবে এত দিন কোথায় ছিল সে ব্যাপারে কিছু বলছে না।’
অপর বিএনপি নেতা দেলোয়ারের স্ত্রী সালমা খাতুন বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী ফোন করে জানায় খুব শিগগিরই বাড়ি ফিরবে। তবে কোথায় আছে সে ব্যাপারে বিস্তারিত জানায়নি।’
উল্লেখ্য, ২০ ডিসেম্বর দুই বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে। ঘটনার পর থেকে বগুড়া জেলা পুলিশ দুই বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
এদিকে ২৬ ডিসেম্বর বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বগুড়ার কাহালু উপজেলার দুই বিএনপি নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ থাকার বিষয় উল্লেখ করেন এবং তাঁদের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন।
বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘আমরা জেনেছি একজন বিএনপি নেতা বাড়িতে এসেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে