প্রতিনিধি

রাজশাহী: চালুর প্রথম দিন রাজশাহী থেকে ৬ হাজার ৩৪৩ কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়েছে ৯২৫ কেজি। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন এই ট্রেন আম ও অন্যান্য ফল–ফসল নিয়ে ঢাকা যাবে।
আজ বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁপাইনবাবগঞ্জেও এই ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে ট্রেনটি বিকেল ৫টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এরপর আম নিয়ে ৫টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, এখান থেকে ২ হাজার ৪১৯ কেজি আম তোলা হয়েছে। রাজশাহীর চারঘাটের সারদা স্টেশনের স্টেশন মাস্টার হিমেল হোসেন জানান, এখানে আম তোলা হয়েছে ১ হাজার ৩১১ কেজি। আর রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশনের স্টেশন মাস্টার সদরুল ইসলাম জানান, এখান থেকে আম উঠেছে ২ হাজার ৬১৩ কেজি।
ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে রাজশাহী থেকে কেজিপ্রতি মাত্র ১ টাকা ১৭ পয়সা খরচে আম ঢাকায় পাঠানো যাবে। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে খরচ পড়বে ১ টাকা ৩০ পয়সা। এই ট্রেনে কোনো যাত্রী পরিবহন করা হবে না। গত বছর প্রথমবারের মতো এই ট্রেন চালু করা হয়েছিল। চাষি ও ব্যবসায়ীদের মাঝে সাড়া পাওয়ায় এবারও ট্রেনটি চালু করছে সরকার। প্রতিদিন ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে দুপুর ২টায় যাত্রা শুরু করবে। রাজশাহী থেকে ছাড়বে ৫টা ৫০ মিনিটে। রাত ১২টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে।

রাজশাহী: চালুর প্রথম দিন রাজশাহী থেকে ৬ হাজার ৩৪৩ কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়েছে ৯২৫ কেজি। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন এই ট্রেন আম ও অন্যান্য ফল–ফসল নিয়ে ঢাকা যাবে।
আজ বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁপাইনবাবগঞ্জেও এই ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে ট্রেনটি বিকেল ৫টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এরপর আম নিয়ে ৫টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, এখান থেকে ২ হাজার ৪১৯ কেজি আম তোলা হয়েছে। রাজশাহীর চারঘাটের সারদা স্টেশনের স্টেশন মাস্টার হিমেল হোসেন জানান, এখানে আম তোলা হয়েছে ১ হাজার ৩১১ কেজি। আর রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশনের স্টেশন মাস্টার সদরুল ইসলাম জানান, এখান থেকে আম উঠেছে ২ হাজার ৬১৩ কেজি।
ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে রাজশাহী থেকে কেজিপ্রতি মাত্র ১ টাকা ১৭ পয়সা খরচে আম ঢাকায় পাঠানো যাবে। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে খরচ পড়বে ১ টাকা ৩০ পয়সা। এই ট্রেনে কোনো যাত্রী পরিবহন করা হবে না। গত বছর প্রথমবারের মতো এই ট্রেন চালু করা হয়েছিল। চাষি ও ব্যবসায়ীদের মাঝে সাড়া পাওয়ায় এবারও ট্রেনটি চালু করছে সরকার। প্রতিদিন ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে দুপুর ২টায় যাত্রা শুরু করবে। রাজশাহী থেকে ছাড়বে ৫টা ৫০ মিনিটে। রাত ১২টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৩ ঘণ্টা আগে