Ajker Patrika

নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের সাত কর্মী কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ১০
নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের সাত কর্মী কারাগারে

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের সাত কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর বাঁশবাড়িয়া ঈদগাহ পুকুরপাড় থেকে তাঁদের আটক করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাচোল উপজেলার পাহাড়পুর গ্রামের বাইরুল হক (৩১), শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের আব্দুল মমিন (২৭), সদর উপজেলার পলশা গ্রামের কাওসার আলী (২২), পাহাড়পুর গ্রামের সবুজ আলী (১৯), একই গ্রামের সুমন আলী (২৮), বাবুল হকের ছেলে মেজর আলী (৩০) ও আব্দুল কুদ্দুসের ছেলে আওয়াল (১৯)।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, গতকাল মঙ্গলবার বিকেলে পাহাড়পুর বাঁশবাড়িয়া ঈদগাহ পুকুর পাড়ে জামায়াত-শিবিরের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন সভা করছিলেন। খবর পেয়ে পুলিশ সাত জামায়াত-শিবির কর্মীকে আটক করলেও বাকিরা পালিয়ে যান। তাঁদের কাছ থেকে ৯টি জিহাদি বইসহ মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসি আরও জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার সাতজনকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত