প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীতে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণের হার কমে মাত্র ১ দশমিক ৩৬ শতাংশ পাওয়া গেছে। আজ বুধবার জেলার সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার আরটি-পিসিআর, র্যাপিড এন্টিজেন টেস্ট ও জেন এক্সপার্ট টেস্টে জেলার মোট ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মাত্র চারজনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। সংক্রমণের হার ১ দশমিক ৩৬ শতাংশ।
করোনার ভারতীয় ডেলটা ধরন আসার পর গত আগস্টেই রাজশাহীতে সংক্রমণের হার উঠেছিল ৫০ শতাংশের কাছাকাছি। এরপর ধীরে ধীরে তা কমতে থাকে। গত সোমবার সংক্রমণের হার ছিল ৭ দশমিক ১৪ শতাংশ। মঙ্গলবারের ১ দশমিক ৩৬ শতাংশ সংক্রমণের হার সর্বনিম্ন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় নওগাঁর দুজন এবং রাজশাহী ও নাটোরের একজন করে মারা গেছেন। তাঁরা প্রত্যেকে মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। কারও নমুনা পরীক্ষা হয়নি। মৃত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ৯৪ জনের মৃত্যু হলো। বুধবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১৩ জন। ছাড়পত্র পেয়েছেন ২২ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ১২১ জন। এর মধ্যে রাজশাহীর ৫১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ১৬ জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার ১২ জন এবং জয়পুরহাট, সিরাজগঞ্জ ও রংপুরের একজন করে রোগী ভর্তি ছিলেন।

রাজশাহীতে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণের হার কমে মাত্র ১ দশমিক ৩৬ শতাংশ পাওয়া গেছে। আজ বুধবার জেলার সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার আরটি-পিসিআর, র্যাপিড এন্টিজেন টেস্ট ও জেন এক্সপার্ট টেস্টে জেলার মোট ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মাত্র চারজনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। সংক্রমণের হার ১ দশমিক ৩৬ শতাংশ।
করোনার ভারতীয় ডেলটা ধরন আসার পর গত আগস্টেই রাজশাহীতে সংক্রমণের হার উঠেছিল ৫০ শতাংশের কাছাকাছি। এরপর ধীরে ধীরে তা কমতে থাকে। গত সোমবার সংক্রমণের হার ছিল ৭ দশমিক ১৪ শতাংশ। মঙ্গলবারের ১ দশমিক ৩৬ শতাংশ সংক্রমণের হার সর্বনিম্ন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় নওগাঁর দুজন এবং রাজশাহী ও নাটোরের একজন করে মারা গেছেন। তাঁরা প্রত্যেকে মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। কারও নমুনা পরীক্ষা হয়নি। মৃত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ৯৪ জনের মৃত্যু হলো। বুধবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১৩ জন। ছাড়পত্র পেয়েছেন ২২ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ১২১ জন। এর মধ্যে রাজশাহীর ৫১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ১৬ জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার ১২ জন এবং জয়পুরহাট, সিরাজগঞ্জ ও রংপুরের একজন করে রোগী ভর্তি ছিলেন।

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
৬ মিনিট আগে
কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।
১২ মিনিট আগে
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
১৬ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে