চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

চারঘাট উপজেলার তিনটি গ্রামে শিয়ালের কামড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে কয়েক দফায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। আহতদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের অনুপামপুর গ্রামে, সরদহ ইউনিয়নের চকরপাড়া গ্রামে ও নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ১১ জনকে কামড়ে দেয় শিয়াল। এদের মধ্যে পথচারী, কৃষক ও গৃহিণী রয়েছে।
উপজেলা সদর ইউনিয়নের অনুপামপুর গ্রামের লোকজন বেগম বলেন, ‘শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের খড় গুছিয়ে রাখছিলাম। হঠাৎ অন্ধকার থেকে শিয়ালের ডাক শুনতে পাই। দ্রুত হাঁটা শুরু করতেই শিয়াল তাড়া করে কামড় দেয়। কোনোমতে দৌড়ে অন্য একটি বাড়িতে গিয়ে রক্ষা পাই।’
উপজেলার ভাটপাড়া গ্রামের মুরাদ আলী বলেন, ‘শনিবার রাতে গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে এক শিয়ালের কবলে পড়ি। দৌড়ে পালানোর চেষ্টা করেও শেয়ালের কামড় থেকে রক্ষা পাইনি। তিন জায়গায় কামড় দিয়েছে। রাজশাহী হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।’
এদিকে শিয়ালের আক্রমণ বাড়লেও স্থানীয় চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার সরবরাহ নেই। আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের ৩৫ কিলোমিটার দুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, ‘উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শিয়ালের কামড়ে আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঁদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত টিকার সরবরাহ নেই।’
উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘এলাকায় লোকজনের মধ্যে আতঙ্ক আছে। বাইরের পথচারী লোকজনও আহত হয়েছে। সবাইকে একাকী চলাফেরা করতে নিষেধ করা হয়েছে।’

চারঘাট উপজেলার তিনটি গ্রামে শিয়ালের কামড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে কয়েক দফায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। আহতদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের অনুপামপুর গ্রামে, সরদহ ইউনিয়নের চকরপাড়া গ্রামে ও নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ১১ জনকে কামড়ে দেয় শিয়াল। এদের মধ্যে পথচারী, কৃষক ও গৃহিণী রয়েছে।
উপজেলা সদর ইউনিয়নের অনুপামপুর গ্রামের লোকজন বেগম বলেন, ‘শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের খড় গুছিয়ে রাখছিলাম। হঠাৎ অন্ধকার থেকে শিয়ালের ডাক শুনতে পাই। দ্রুত হাঁটা শুরু করতেই শিয়াল তাড়া করে কামড় দেয়। কোনোমতে দৌড়ে অন্য একটি বাড়িতে গিয়ে রক্ষা পাই।’
উপজেলার ভাটপাড়া গ্রামের মুরাদ আলী বলেন, ‘শনিবার রাতে গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে এক শিয়ালের কবলে পড়ি। দৌড়ে পালানোর চেষ্টা করেও শেয়ালের কামড় থেকে রক্ষা পাইনি। তিন জায়গায় কামড় দিয়েছে। রাজশাহী হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।’
এদিকে শিয়ালের আক্রমণ বাড়লেও স্থানীয় চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার সরবরাহ নেই। আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের ৩৫ কিলোমিটার দুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, ‘উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শিয়ালের কামড়ে আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঁদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত টিকার সরবরাহ নেই।’
উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘এলাকায় লোকজনের মধ্যে আতঙ্ক আছে। বাইরের পথচারী লোকজনও আহত হয়েছে। সবাইকে একাকী চলাফেরা করতে নিষেধ করা হয়েছে।’

ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৩ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে