আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ায় প্রচণ্ড গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। সড়কে পড়ে যাচ্ছে ভারী যানবাহনের ছাপ। মোটরসাইকেলসহ দুই চাকার যানগুলোতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রাসহ পরিবহন সংশ্লিষ্টরা।
আজ বুধবার আদমদীঘি উপজেলার বিভিন্ন সড়কে পিচ গলতে দেখা গেছে। আবহাওয়ার অফিসের তথ্য অনুযায়ী— বেলা ৩টায় বগুড়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দুপুরে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকাসহ নওগাঁ-বগুড়া মহাসড়ক, সান্তাহার পৌর শহরের কয়েকটি স্থানে দেখা গেছে, সড়কের পিচ গলে আটকে যাচ্ছে পায়ের জুতা, গাড়ির চাকাসহ বিভিন্ন প্লাস্টিক।
কয়েক দিন ধরে সারা দেশের মতো আদমদীঘিতেও প্রচণ্ড দাবদাহ চলছে। কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন সড়কের কয়েকটি পয়েন্টে সড়কের পিচ ঘামতে দেখা গেছে। কিন্তু আজ দুপুরে উপজেলার গেটের সামনে ও সান্তাহার ঢাকার রোডসহ কয়েকটি স্থানে গরমের তাপে পিচ গলে গেছে। হেঁটে যাওয়ার সময় অনেকের জুতার সোল গলে যাওয়া পিচে আটকে গিয়ে খুলে যাচ্ছে। পিছলে যাচ্ছে মোটরসাইকেলের চাকা।
স্থানীয় বাসিন্দা ও অটোরিকশার চালক ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে যাত্রী নিয়ে আদমদীঘি থেকে সান্তাহারে আসার সময় আমার গাড়ির চাকার পাংচার হয়ে যায়। পরে চাকা পরীক্ষা করে দেখি চাকাতে রাস্তার পিচ গলে আটকে আছে।’
স্থানীয় যুবক নেহাল আহম্মেদ বলেন, ‘গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। সেই গলে যাওয়া সড়কের ওপর দিয়ে হাঁটতে গেলে জুতা আটকে যাচ্ছে।’
স্থানীয় ও বিভিন্ন পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, তাপমাত্রা বাড়ার কারণে সড়কে পিচ গলতে থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

বগুড়ায় প্রচণ্ড গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। সড়কে পড়ে যাচ্ছে ভারী যানবাহনের ছাপ। মোটরসাইকেলসহ দুই চাকার যানগুলোতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রাসহ পরিবহন সংশ্লিষ্টরা।
আজ বুধবার আদমদীঘি উপজেলার বিভিন্ন সড়কে পিচ গলতে দেখা গেছে। আবহাওয়ার অফিসের তথ্য অনুযায়ী— বেলা ৩টায় বগুড়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দুপুরে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকাসহ নওগাঁ-বগুড়া মহাসড়ক, সান্তাহার পৌর শহরের কয়েকটি স্থানে দেখা গেছে, সড়কের পিচ গলে আটকে যাচ্ছে পায়ের জুতা, গাড়ির চাকাসহ বিভিন্ন প্লাস্টিক।
কয়েক দিন ধরে সারা দেশের মতো আদমদীঘিতেও প্রচণ্ড দাবদাহ চলছে। কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন সড়কের কয়েকটি পয়েন্টে সড়কের পিচ ঘামতে দেখা গেছে। কিন্তু আজ দুপুরে উপজেলার গেটের সামনে ও সান্তাহার ঢাকার রোডসহ কয়েকটি স্থানে গরমের তাপে পিচ গলে গেছে। হেঁটে যাওয়ার সময় অনেকের জুতার সোল গলে যাওয়া পিচে আটকে গিয়ে খুলে যাচ্ছে। পিছলে যাচ্ছে মোটরসাইকেলের চাকা।
স্থানীয় বাসিন্দা ও অটোরিকশার চালক ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে যাত্রী নিয়ে আদমদীঘি থেকে সান্তাহারে আসার সময় আমার গাড়ির চাকার পাংচার হয়ে যায়। পরে চাকা পরীক্ষা করে দেখি চাকাতে রাস্তার পিচ গলে আটকে আছে।’
স্থানীয় যুবক নেহাল আহম্মেদ বলেন, ‘গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। সেই গলে যাওয়া সড়কের ওপর দিয়ে হাঁটতে গেলে জুতা আটকে যাচ্ছে।’
স্থানীয় ও বিভিন্ন পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, তাপমাত্রা বাড়ার কারণে সড়কে পিচ গলতে থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে