বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি। এটি রেখেই চলছে রাস্তা পুনঃসংস্কার কাজ। খুঁটিটির কারণে রাস্তা দিয়ে ছোট-বড় যানবাহন চলাচলে দুর্ঘটনার পড়ছেন মানুষ। নাটোরের বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া এলাকার রাস্তার মাঝ থেকে এই খুঁটি সরানোর দাবি জানান এলাকাবাসী।
স্থানীয়রা জানান, রাস্তাটি পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা পেড়াবাড়িয়া মহল্লা হয়ে মুরাদপুর এলাকার সঙ্গে যুক্ত হয়েছে। দীর্ঘ কয়েক বছর আগে ওই খুঁটি রেখেই রাস্তাটি পাকা করা হয়েছিল। এরপর স্থানীয়রা এর প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি। আবার পুনঃ সংস্কারের সময়ও খুঁটিটি না সরানোতে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাই তাঁরা দ্রুত খুঁটিটি সরানোর দাবি জানিয়েছেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে বাগাতিপাড়া পৌরসভা ৪৬ লাখ ৮৩ হাজার ৩৬৩ টাকা চুক্তি মূল্যে কাজটি করছেন পৌরসভার ঠিকাদারি প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী কামরুজ্জামান কোমর।
পেড়াবাড়িয়া মহল্লার মুস্তাফিজুর রহমান মিঠু বলেন, ‘রাস্তার মাঝ থেকে খুঁটিটি সরানোর জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেও কাজ হয়নি। ফলে প্রথম থেকেই ওই খুঁটির কারণে চার চাকার কোনো গাড়ি রাস্তাটি দিয়ে যাতায়াত করতে পারে না। এমনকি মাঠের ফসল পরিবহনে খুঁটিটির জন্য বিকল্প রাস্তা ব্যবহারে বাড়তি খরচ লাগে। তাই দ্রুত ওই খুঁটিটি অপসারণের দাবি জানাই।’
মুরাদপুর মহল্লার আতাউর রহমান জানান, এটি তাদের যাতায়াতের প্রধান রাস্তা। রাতের আঁধারে যাতায়াতের সময় বৈদ্যুতিক খুঁটির কারণে তাদের অনেক সমস্যা হয়। মাঝেমধ্যে ওই স্থানে দুর্ঘটনাও ঘটে। খুঁটিটি যেন অপসারণ হয় এর জোর দাবি জানান তিনি।
ঠিকাদার কামরুজ্জামান কোমর বলেন, বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তরে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।
বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মঞ্জুর রহমান বলেন, এ বিষয়ে কর্তৃপক্ষ স্থানান্তরের ফি পরিশোধ করলে দ্রুত খুঁটিটি সরানো হবে।
বাগাতিপাড়া পৌরসভার মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিন বলেন, জনস্বার্থের কথা বিবেচনা করে পৌরসভার আগামী মিটিংয়ে আলোচনা করে বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।

রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি। এটি রেখেই চলছে রাস্তা পুনঃসংস্কার কাজ। খুঁটিটির কারণে রাস্তা দিয়ে ছোট-বড় যানবাহন চলাচলে দুর্ঘটনার পড়ছেন মানুষ। নাটোরের বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া এলাকার রাস্তার মাঝ থেকে এই খুঁটি সরানোর দাবি জানান এলাকাবাসী।
স্থানীয়রা জানান, রাস্তাটি পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা পেড়াবাড়িয়া মহল্লা হয়ে মুরাদপুর এলাকার সঙ্গে যুক্ত হয়েছে। দীর্ঘ কয়েক বছর আগে ওই খুঁটি রেখেই রাস্তাটি পাকা করা হয়েছিল। এরপর স্থানীয়রা এর প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি। আবার পুনঃ সংস্কারের সময়ও খুঁটিটি না সরানোতে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাই তাঁরা দ্রুত খুঁটিটি সরানোর দাবি জানিয়েছেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে বাগাতিপাড়া পৌরসভা ৪৬ লাখ ৮৩ হাজার ৩৬৩ টাকা চুক্তি মূল্যে কাজটি করছেন পৌরসভার ঠিকাদারি প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী কামরুজ্জামান কোমর।
পেড়াবাড়িয়া মহল্লার মুস্তাফিজুর রহমান মিঠু বলেন, ‘রাস্তার মাঝ থেকে খুঁটিটি সরানোর জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেও কাজ হয়নি। ফলে প্রথম থেকেই ওই খুঁটির কারণে চার চাকার কোনো গাড়ি রাস্তাটি দিয়ে যাতায়াত করতে পারে না। এমনকি মাঠের ফসল পরিবহনে খুঁটিটির জন্য বিকল্প রাস্তা ব্যবহারে বাড়তি খরচ লাগে। তাই দ্রুত ওই খুঁটিটি অপসারণের দাবি জানাই।’
মুরাদপুর মহল্লার আতাউর রহমান জানান, এটি তাদের যাতায়াতের প্রধান রাস্তা। রাতের আঁধারে যাতায়াতের সময় বৈদ্যুতিক খুঁটির কারণে তাদের অনেক সমস্যা হয়। মাঝেমধ্যে ওই স্থানে দুর্ঘটনাও ঘটে। খুঁটিটি যেন অপসারণ হয় এর জোর দাবি জানান তিনি।
ঠিকাদার কামরুজ্জামান কোমর বলেন, বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তরে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।
বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মঞ্জুর রহমান বলেন, এ বিষয়ে কর্তৃপক্ষ স্থানান্তরের ফি পরিশোধ করলে দ্রুত খুঁটিটি সরানো হবে।
বাগাতিপাড়া পৌরসভার মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিন বলেন, জনস্বার্থের কথা বিবেচনা করে পৌরসভার আগামী মিটিংয়ে আলোচনা করে বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।

বিলাসপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে দুটি প্রভাবশালী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাতবর।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৬ হাজার ১৫৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। যা মোট শিক্ষার্থীর ৩৪ শতাংশ। এ ছাড়া শিক্ষা অনুষদভুক্ত ‘ডি-১’ উপ-ইউনিটের ফলও প্রকাশিত হয়েছে।
৪২ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে ভারতের সীমান্তবর্তী ইছামতী নদীর বাংলাদেশ অংশ থেকে জুয়েল রানা (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে। জুয়েল রানা ওই গ্রামের আনারুল হকের ছেলে। জুয়েল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে বিজিবি জানায়।
১ ঘণ্টা আগে
রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত হয়।
২ ঘণ্টা আগে