নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ছেলের মারধরে বুকের হাড় ভেঙে যাওয়া বৃদ্ধা মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
ওই নারীর নাম মালতি রানী (৬৫)। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন তিনি। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। এরপর মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এই নারীর স্বামী আগেই মারা গেছেন। দুই ছেলের মধ্যে একজন ভারতে থাকেন। ৫০ বছর বয়সী আরেক ছেলের সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা। গত ৯ মে মাকে নির্যাতন করেন তাঁর ছেলে। এরপর স্বজনেরা ওই ছেলেকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করেন। মায়ের মৃত্যুর পরও ফিরতে পারেননি ভারতে থাকা ছেলে।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল আজকের পত্রিকাকে জানান, এই নারীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত করা হয়েছিল। তাতে বুকের হাড় ভেঙে যায়। অচেতন হয়ে গেলে প্রতিবেশীরা তাঁকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এরপর তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পরই তাঁকে দুই ব্যাগ রক্ত দিতে হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৬ মে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। এরপর সেখানেই ছিলেন।
তিনি আরও জানান, ওই বৃদ্ধার চিকিৎসা সংক্রান্ত সব দায়-দায়িত্ব রামেক হাসপাতালের আইসিইউর জাকাত তহবিল এবং প্রতিবেশীদের পক্ষ থেকে বহন করা হচ্ছিল। দামি দামি অনেক ওষুধ সরকারিভাবে সরবরাহ না থাকলেও এই নারীকে দেওয়া হচ্ছিল। তারপরও তাকে বাঁচানো যায়নি।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন আজকের পত্রিকাকে জানান, এই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন স্বজনেরা চাইলেই হত্যা মামলা করতে পারবেন। তারা মামলা না করলে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ বাদী হয়ে মামলা করবে।

রাজশাহীতে ছেলের মারধরে বুকের হাড় ভেঙে যাওয়া বৃদ্ধা মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
ওই নারীর নাম মালতি রানী (৬৫)। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন তিনি। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। এরপর মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এই নারীর স্বামী আগেই মারা গেছেন। দুই ছেলের মধ্যে একজন ভারতে থাকেন। ৫০ বছর বয়সী আরেক ছেলের সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা। গত ৯ মে মাকে নির্যাতন করেন তাঁর ছেলে। এরপর স্বজনেরা ওই ছেলেকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করেন। মায়ের মৃত্যুর পরও ফিরতে পারেননি ভারতে থাকা ছেলে।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল আজকের পত্রিকাকে জানান, এই নারীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত করা হয়েছিল। তাতে বুকের হাড় ভেঙে যায়। অচেতন হয়ে গেলে প্রতিবেশীরা তাঁকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এরপর তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পরই তাঁকে দুই ব্যাগ রক্ত দিতে হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৬ মে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। এরপর সেখানেই ছিলেন।
তিনি আরও জানান, ওই বৃদ্ধার চিকিৎসা সংক্রান্ত সব দায়-দায়িত্ব রামেক হাসপাতালের আইসিইউর জাকাত তহবিল এবং প্রতিবেশীদের পক্ষ থেকে বহন করা হচ্ছিল। দামি দামি অনেক ওষুধ সরকারিভাবে সরবরাহ না থাকলেও এই নারীকে দেওয়া হচ্ছিল। তারপরও তাকে বাঁচানো যায়নি।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন আজকের পত্রিকাকে জানান, এই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন স্বজনেরা চাইলেই হত্যা মামলা করতে পারবেন। তারা মামলা না করলে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ বাদী হয়ে মামলা করবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১০ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে