Ajker Patrika

শেরপুরে নাশকতা মামলায় মৎস্যজীবী লীগের নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  
শেরপুরে নাশকতা মামলায় মৎস্যজীবী লীগের নেতা গ্রেপ্তার
রাজিব কুমার সরকার। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় রাজিব কুমার সরকার (৩৫) নামে মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মির্জাপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার। পরে তাঁকে আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।

রাজিব উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর বগুড়ার শেরপুর-ধুনট আসনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজের পক্ষে একটি নির্বাচনী মিছিল বের হলে কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকায় সশস্ত্র হামলা চালানো হয়। এতে বিএনপির নেতা-কর্মীরা গুরুতর আহত হন এবং ছয়টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় গত বছরের ১৫ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন বলেন, এই মামলার তদন্তে গ্রেপ্তার রাজিব কুমার সরকারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাঁকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত