নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর কয়েকটি স্থানে গত বুধবার লুটপাট চালাতে যাওয়া কিছু তরুণকে আটক করেছে স্থানীয় জনতা। থানায় পুলিশ না থাকায় তাঁদের পিটুনি দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এদিকে রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা থেকে লুট হওয়া জিনিসপত্র স্বপ্রণোদিত হয়ে ফেরত দিতে শুরু করেছেন লোকজন।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দিবাগত রাতে রড, হাতুড়ি ও ছুরি নিয়ে পবা উপজেলার নওহাটা পিল্লাপাড়া বাজারে লুটপাট চালাতে যান ছয় তরুণ। লোকজন তাঁদের আটক করে পিটুনি দিয়ে ছেড়ে দেন।
পবার হুজরিপাড়া এলাকায় একটি দোকান ডাকাতি করতে গিয়ে ধরা পড়েন এক ব্যক্তি। রাতভর তাঁকে বেঁধে রাখা হয়। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত গিয়ে এই ব্যক্তির সঙ্গে কথা বলেন। পরে তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
গোদাগাড়ী উপজেলার কুমরপুর গ্রামে ডাকাতি করতে যাওয়া পাঁচ তরুণকে আটক করেন গ্রামবাসী। পরে তাঁদেরও ছেড়ে দেওয়া হয়।
ডাকাতের আতঙ্কে বিভিন্ন এলাকায় মসজিদে মাইকিং করে গ্রামের যুবকদের গ্রাম পাহারা দেওয়ার আহ্বান জানানো হয়। তরুণেরা রাতভর গ্রাম পাহারা দিচ্ছেন।
এদিকে গত সোমবার রাজশাহী সিটি করপোরেশন, শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান, চিড়িয়াখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালপত্র গত বুধবার সন্ধ্যা থেকে ফেরত দিতে শুরু করে লোকজন।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু বলেন, ‘ফেসবুকে আহ্বান জানানো হয়, যেন লুট হওয়া মালপত্র ফেরত দেওয়া হয়। কারণ, এটি নাগরিক সেবা দেওয়ার অফিস। সব কাজ থমকে গেছে। এরপর কিছু কম্পিউটার ও চেয়ার-টেবিল ফেরত এসেছে। স্বেচ্ছাসেবীরাও পাড়া-মহল্লায় জিনিসপত্র ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করছেন। তখন তাঁরা কিছু ফেরত পাচ্ছেন। এ ছাড়া সিটি করপোরেশনের ভ্যানেও কেউ কেউ কিছু মালামাল তুলে দিচ্ছেন। তবে এ পর্যন্ত ফেরত পাওয়া মালামাল লুটের তুলনায় সামান্য।’

রাজশাহীর কয়েকটি স্থানে গত বুধবার লুটপাট চালাতে যাওয়া কিছু তরুণকে আটক করেছে স্থানীয় জনতা। থানায় পুলিশ না থাকায় তাঁদের পিটুনি দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এদিকে রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা থেকে লুট হওয়া জিনিসপত্র স্বপ্রণোদিত হয়ে ফেরত দিতে শুরু করেছেন লোকজন।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দিবাগত রাতে রড, হাতুড়ি ও ছুরি নিয়ে পবা উপজেলার নওহাটা পিল্লাপাড়া বাজারে লুটপাট চালাতে যান ছয় তরুণ। লোকজন তাঁদের আটক করে পিটুনি দিয়ে ছেড়ে দেন।
পবার হুজরিপাড়া এলাকায় একটি দোকান ডাকাতি করতে গিয়ে ধরা পড়েন এক ব্যক্তি। রাতভর তাঁকে বেঁধে রাখা হয়। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত গিয়ে এই ব্যক্তির সঙ্গে কথা বলেন। পরে তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
গোদাগাড়ী উপজেলার কুমরপুর গ্রামে ডাকাতি করতে যাওয়া পাঁচ তরুণকে আটক করেন গ্রামবাসী। পরে তাঁদেরও ছেড়ে দেওয়া হয়।
ডাকাতের আতঙ্কে বিভিন্ন এলাকায় মসজিদে মাইকিং করে গ্রামের যুবকদের গ্রাম পাহারা দেওয়ার আহ্বান জানানো হয়। তরুণেরা রাতভর গ্রাম পাহারা দিচ্ছেন।
এদিকে গত সোমবার রাজশাহী সিটি করপোরেশন, শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান, চিড়িয়াখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালপত্র গত বুধবার সন্ধ্যা থেকে ফেরত দিতে শুরু করে লোকজন।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু বলেন, ‘ফেসবুকে আহ্বান জানানো হয়, যেন লুট হওয়া মালপত্র ফেরত দেওয়া হয়। কারণ, এটি নাগরিক সেবা দেওয়ার অফিস। সব কাজ থমকে গেছে। এরপর কিছু কম্পিউটার ও চেয়ার-টেবিল ফেরত এসেছে। স্বেচ্ছাসেবীরাও পাড়া-মহল্লায় জিনিসপত্র ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করছেন। তখন তাঁরা কিছু ফেরত পাচ্ছেন। এ ছাড়া সিটি করপোরেশনের ভ্যানেও কেউ কেউ কিছু মালামাল তুলে দিচ্ছেন। তবে এ পর্যন্ত ফেরত পাওয়া মালামাল লুটের তুলনায় সামান্য।’

দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২৬ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে