গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দ্রুতগতির বাসচাপায় মো. সাহেব আলী (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী মাগুরার মোহাম্মদপুর থানার মোহাম্মদপুর ইউপির পোরাইল গ্রামের গফফার মোল্লার ছেলে। তিনি ঢাকার সাভার সেনানিবাসের একজন সেনাসদস্য।
জানা যায়, সেনাসদস্য সাহেব আলী মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে সাভার সেনানিবাসের কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা থেকে আসা খুলনাগামী একটি এসি বাস তাঁকে চাপা দেয়। নিহতের কাছ থেকে নগদ ৫ হাজার ৭৩৫ টাকা, একটি স্মার্ট মোবাইল, একটি বাটন মোবাইল, বিভিন্ন জনের ৫টি পরিচয়পত্র, ট্রাস্ট ব্যাংকের একটি কার্ড ও একটি রেশন কার্ড পাওয়া যায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের গাড়িচালক মুরাদ খান বলেন, আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের মাঝামাঝি স্থানে একটা বিকট শব্দ হয়। দ্রুত অফিস কক্ষ থেকে আমরা সকলে বের হয়ে দেখি একজন লোক রক্তাক্ত জখম অবস্থায় সড়কের মাঝে পড়ে আছেন। তাঁর বাম পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে গেছে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মোটরসাইকেলটিকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এতে আরোহীর মাথায় থাকা হেলমেটসহ গাড়িটি দুমড়েমুচড়ে যায়। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলীকে মৃত ঘোষণা করেন।
আহ্লাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, আমরা ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে যাচ্ছি। ঘাতক বাসটিকে আটকের জন্য বিভিন্ন পয়েন্টে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া মরদেহটি উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দ্রুতগতির বাসচাপায় মো. সাহেব আলী (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী মাগুরার মোহাম্মদপুর থানার মোহাম্মদপুর ইউপির পোরাইল গ্রামের গফফার মোল্লার ছেলে। তিনি ঢাকার সাভার সেনানিবাসের একজন সেনাসদস্য।
জানা যায়, সেনাসদস্য সাহেব আলী মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে সাভার সেনানিবাসের কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা থেকে আসা খুলনাগামী একটি এসি বাস তাঁকে চাপা দেয়। নিহতের কাছ থেকে নগদ ৫ হাজার ৭৩৫ টাকা, একটি স্মার্ট মোবাইল, একটি বাটন মোবাইল, বিভিন্ন জনের ৫টি পরিচয়পত্র, ট্রাস্ট ব্যাংকের একটি কার্ড ও একটি রেশন কার্ড পাওয়া যায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের গাড়িচালক মুরাদ খান বলেন, আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের মাঝামাঝি স্থানে একটা বিকট শব্দ হয়। দ্রুত অফিস কক্ষ থেকে আমরা সকলে বের হয়ে দেখি একজন লোক রক্তাক্ত জখম অবস্থায় সড়কের মাঝে পড়ে আছেন। তাঁর বাম পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে গেছে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মোটরসাইকেলটিকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এতে আরোহীর মাথায় থাকা হেলমেটসহ গাড়িটি দুমড়েমুচড়ে যায়। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলীকে মৃত ঘোষণা করেন।
আহ্লাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, আমরা ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে যাচ্ছি। ঘাতক বাসটিকে আটকের জন্য বিভিন্ন পয়েন্টে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া মরদেহটি উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে