
দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে রাজবাড়ী ও ঝিনাইদহের কালীগঞ্জে দুজন করে নিহত হন। এ ছাড়া এক শিশু নিহত হয়েছে নাটোরের গুরুদাসপুরে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, রাজবাড়ীতে একটি যাত্রীবাহী মাহিন্দ্র উলটে দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলা বাসমালিক সমিতি এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দোহারো গ্রামের নজরুল জোয়াদ্দারের ছেলে আজিজুল ইসলাম (৩০) ও একই এলাকার আতিউর রহমানের ছেলে মতিউর রহমান (৪৫)। তাঁরা দুজন পোশাক কারখানার কর্মী।
জানা যায়, ঢাকা থেকে বেশ কয়েকজন যাত্রী গতকাল ভোরে বাস থেকে গোয়ালন্দ মোড়ে নামেন। সেখান থেকে ইঞ্জিনচালিত মাহিন্দ্রে চড়ে পাংশার দিয়ে যাচ্ছিলেন। সদর উপজেলা বাসমালিক সমিতির কাছে মাহিন্দ্রটি উলটে গেলে দুর্ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এদিকে, ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের খয়েরতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন যশোরের চাঁচড়া এলাকার ওহিদুজ্জামান (৩৬) ও একই এলাকার রায়পাড়া গ্রামের লুৎফর রহমান (৪৫)।
ওহিদুজ্জামান ও লুৎফর বগুড়া থেকে মাছের পোনা নিয়ে পিকআপে করে যশোরে ফিরছিলেন।
পিকআপটি খয়েরতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালিবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের ইঞ্জিন দুমড়েমুচড়ে গেলে দুর্ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
অপরদিকে, নাটোরের গুরুদাসপুরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় রাসেল নামের আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার খুবজীপুর উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার কৃষক তোফাজ্জল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, শিশু রাসেল গতকাল সকালে মায়ের সঙ্গে বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় যোগেন্দ্রনগর থেকে একটি ভ্যান দ্রুতগতিতে চাঁচকৈড়ের দিকে
যাচ্ছিল। শিশু রাসেল হঠাৎ মায়ের হাত ছেড়ে রাস্তায় দৌঁড় দিলে ভ্যানের নিচে চাপা পড়ে।

দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে রাজবাড়ী ও ঝিনাইদহের কালীগঞ্জে দুজন করে নিহত হন। এ ছাড়া এক শিশু নিহত হয়েছে নাটোরের গুরুদাসপুরে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, রাজবাড়ীতে একটি যাত্রীবাহী মাহিন্দ্র উলটে দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলা বাসমালিক সমিতি এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দোহারো গ্রামের নজরুল জোয়াদ্দারের ছেলে আজিজুল ইসলাম (৩০) ও একই এলাকার আতিউর রহমানের ছেলে মতিউর রহমান (৪৫)। তাঁরা দুজন পোশাক কারখানার কর্মী।
জানা যায়, ঢাকা থেকে বেশ কয়েকজন যাত্রী গতকাল ভোরে বাস থেকে গোয়ালন্দ মোড়ে নামেন। সেখান থেকে ইঞ্জিনচালিত মাহিন্দ্রে চড়ে পাংশার দিয়ে যাচ্ছিলেন। সদর উপজেলা বাসমালিক সমিতির কাছে মাহিন্দ্রটি উলটে গেলে দুর্ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এদিকে, ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের খয়েরতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন যশোরের চাঁচড়া এলাকার ওহিদুজ্জামান (৩৬) ও একই এলাকার রায়পাড়া গ্রামের লুৎফর রহমান (৪৫)।
ওহিদুজ্জামান ও লুৎফর বগুড়া থেকে মাছের পোনা নিয়ে পিকআপে করে যশোরে ফিরছিলেন।
পিকআপটি খয়েরতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালিবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের ইঞ্জিন দুমড়েমুচড়ে গেলে দুর্ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
অপরদিকে, নাটোরের গুরুদাসপুরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় রাসেল নামের আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার খুবজীপুর উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার কৃষক তোফাজ্জল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, শিশু রাসেল গতকাল সকালে মায়ের সঙ্গে বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় যোগেন্দ্রনগর থেকে একটি ভ্যান দ্রুতগতিতে চাঁচকৈড়ের দিকে
যাচ্ছিল। শিশু রাসেল হঠাৎ মায়ের হাত ছেড়ে রাস্তায় দৌঁড় দিলে ভ্যানের নিচে চাপা পড়ে।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
৮ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৪০ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে