প্রতিনিধি

রাজবাড়ী (গোয়ালন্দ): দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের শিকল ছিঁড়ে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক এখনও নিখোঁজ রয়েছেন। মাইক্রোবাসটিতে আরও আরোহী ছিলেন কিনা তা নিশ্চিত নয়। গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ঝড়ে ৫ নম্বর ফেরিঘাটে শিকল ছিঁড়ে পন্টুন ঘাট থেকে সরে যায়। এসময় পন্টুনের উপর থাকা ঢাকাগামী একটি নোয়াহ মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৪-২৬০৮) নদীতে পড়ে যায়। বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলা, গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত চালককে উদ্ধার করতে না পারলেও গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকারী জাহাজ 'হামজা' উপস্থিত হলেও বিআইডব্লিউটিসির ক্রেন দিয়েই গাড়িটি পানি থেকে তোলা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ আলী আজকের পত্রিকাকে বলেন, ৫ নম্বর ঘাটে ভিড়ানো ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতায় ঢাকাগামী নোয়াহ মাইক্রোবাসটি উঠতে যায়। এসময় কালবৈশাখী ঝড় শুরু হলে ঘাট থেকে পন্টুনের ডান পাশের শিকল ছিঁড়ে যায়। একই সঙ্গে পন্টুনের বাম পাশের খুঁটি ভেঙে পন্টুনটি নদীতে চলে যায়। মাইক্রোবাসটি ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়।
পুলিশ পরিদর্শক মোন্নাফ আলী আরও বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। তারা গাড়ি থেকে নামতে সক্ষম হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি দলসহ নৌ-পুলিশের ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দিয়েছে। বেলা ১২টার পর থেকে তারা উদ্ধারকাজ শুরু করেন। সাড়ে ১২টা পর্যন্ত মাইক্রোবাসটি উদ্ধার করা গেলেও ভেতরে থাকা কাউকে উদ্ধার করা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকাগামী এক যাত্রী জাহিদ হাসান বলেন, গাড়িটি নদীতে পড়ার সময় চালক জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। গাড়িতে কালো গ্লাস লাগানো থাকায় ভেতরের কাউকে দেখা যায়নি।
উদ্ধার কাজে নেতৃত্বদানকারী রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডেপুটি সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই আমাদের ফোন আসে এবং ঘটনাস্থলে আমরা দ্রুত এসে উদ্ধার কাজ শুরু করি। আমাদের সাথে আরিচা নৌ-পুলিশের ডুবুরি দলও অংশ নেন। গাড়টি উদ্ধার করা গেলেও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী গাড়ির চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
গাড়ির ভেতরে জীবিত অথবা মৃত কাউকেই পাওয়া যায়নি বলে জানান ডুবুরি দলের নেতৃত্বদানকারী মেরিনের এ জি এম আব্দুস সাত্তার।

রাজবাড়ী (গোয়ালন্দ): দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের শিকল ছিঁড়ে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক এখনও নিখোঁজ রয়েছেন। মাইক্রোবাসটিতে আরও আরোহী ছিলেন কিনা তা নিশ্চিত নয়। গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ঝড়ে ৫ নম্বর ফেরিঘাটে শিকল ছিঁড়ে পন্টুন ঘাট থেকে সরে যায়। এসময় পন্টুনের উপর থাকা ঢাকাগামী একটি নোয়াহ মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৪-২৬০৮) নদীতে পড়ে যায়। বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলা, গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত চালককে উদ্ধার করতে না পারলেও গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকারী জাহাজ 'হামজা' উপস্থিত হলেও বিআইডব্লিউটিসির ক্রেন দিয়েই গাড়িটি পানি থেকে তোলা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ আলী আজকের পত্রিকাকে বলেন, ৫ নম্বর ঘাটে ভিড়ানো ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতায় ঢাকাগামী নোয়াহ মাইক্রোবাসটি উঠতে যায়। এসময় কালবৈশাখী ঝড় শুরু হলে ঘাট থেকে পন্টুনের ডান পাশের শিকল ছিঁড়ে যায়। একই সঙ্গে পন্টুনের বাম পাশের খুঁটি ভেঙে পন্টুনটি নদীতে চলে যায়। মাইক্রোবাসটি ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়।
পুলিশ পরিদর্শক মোন্নাফ আলী আরও বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। তারা গাড়ি থেকে নামতে সক্ষম হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি দলসহ নৌ-পুলিশের ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দিয়েছে। বেলা ১২টার পর থেকে তারা উদ্ধারকাজ শুরু করেন। সাড়ে ১২টা পর্যন্ত মাইক্রোবাসটি উদ্ধার করা গেলেও ভেতরে থাকা কাউকে উদ্ধার করা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকাগামী এক যাত্রী জাহিদ হাসান বলেন, গাড়িটি নদীতে পড়ার সময় চালক জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। গাড়িতে কালো গ্লাস লাগানো থাকায় ভেতরের কাউকে দেখা যায়নি।
উদ্ধার কাজে নেতৃত্বদানকারী রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডেপুটি সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই আমাদের ফোন আসে এবং ঘটনাস্থলে আমরা দ্রুত এসে উদ্ধার কাজ শুরু করি। আমাদের সাথে আরিচা নৌ-পুলিশের ডুবুরি দলও অংশ নেন। গাড়টি উদ্ধার করা গেলেও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী গাড়ির চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
গাড়ির ভেতরে জীবিত অথবা মৃত কাউকেই পাওয়া যায়নি বলে জানান ডুবুরি দলের নেতৃত্বদানকারী মেরিনের এ জি এম আব্দুস সাত্তার।

নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
৩২ মিনিট আগে
শিশু সাফায়াত বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
৪২ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে