Ajker Patrika

মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক

নাজিরপুর ও পিরোজপুর প্রতিনিধি 
মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিত্যানন্দ মজুমদার (৫৬) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্কুলশিক্ষক নিত্যানন্দ মজুমদার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের মৃত কুমদ বিহারী মজুমদারের ছেলে ও উপজেলার গড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। শ্রীরামকাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আ. লীগের সভাপতিও ছিলেন তিনি।

স্কুলশিক্ষকের ছেলে কৈশিক মজুমদার বলেন, গত ১৫ মে রাতে আমার বাবা গোপালগঞ্জ থেকে মোটরসাইকেলে করে নাজিরপুরে ফিরছিলেন। উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের নতুন রাস্তা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে আমার বাবাকে উন্নত চিকিৎসার জন্য গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

গড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদানন্দ মণ্ডল বলেন, আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় স্কুলশিক্ষক নিত্যানন্দ মজুমদারের মৃত্যু হয়েছে। 
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও শ্রীরামকাঠী ইউনিয়নের আ. লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন বেপারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলশিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করল ভেনেজুয়েলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত