মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

এক টাকায় এক বেলার আহার। বিষয়টি অবাক লাগলেও সত্যি। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া জেলেপল্লিতে এক টাকায় এক বেলার খাবার পাওয়া যায়।
আজ শুক্রবার জেলেপল্লিতে হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র, সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর জন্য এ আয়োজন করা হয়। এদিন শিশুদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন ও এক টাকায় এক বেলা খাবার কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সদস্যরা।
শিশুদের নিয়ে খেলার পাশাপাশি আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ, গ্রামীণ খেলাধুলা এবং উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা। যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। গান, নাচ, যেমন খুশি তেমন সাজোর পাশাপাশি দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, মিউজিক্যাল চেয়ারের মতো মজার খেলায় অংশ নেয় শিশুরা।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ জানান, জেলেপল্লির শিশুদের সঙ্গে বৈষম্য দূর করতে উদ্যোগ নিয়েছি এক টাকায় এক বেলা খাবারের। আমরা তাদের এক টাকার বিনিময় খাবার দিচ্ছি কারণ, তারা যেন কখনো ভাবতে না পারে যে খাবার বিনা মূল্যে পেয়েছে। এই টাকাটা নেওয়ার জন্য তারা অনুভব করবে খাবার কিনে খাচ্ছে।
এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তৃতীয় শ্রেণির ছাত্র চন্দন বলে, ‘আমার প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছি এবং এক টাকার বিনিময়ে খাবার সংগ্রহ করেছি।’
প্রতিষ্ঠাতা ও সভাপতি সজীব মিত্র বলেন, ২০১৮ সালের ১৭ মার্চ হাতেখড়ি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। দক্ষিণাঞ্চলের বলেশ্বর নদ-তীরবর্তী জেলেদের সন্তানদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে হাতেখড়ি ফাউন্ডেশন। মৌলিক অধিকার নিশ্চিত, নিজস্ব সংস্কৃতির বিকাশ ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে বিভিন্ন সুযোগ তৈরিসহ দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা, বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসতে চেষ্টা করে যাচ্ছে হাতেখড়ি ফাউন্ডেশন।
এ ছাড়া বাল্যবিবাহ রোধ, ইভ টিজিং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, বিনা মূল্যে রক্তদান, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কাজেও রয়েছে হাতেখড়ি ফাউন্ডেশনের বিচরণ।

এক টাকায় এক বেলার আহার। বিষয়টি অবাক লাগলেও সত্যি। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া জেলেপল্লিতে এক টাকায় এক বেলার খাবার পাওয়া যায়।
আজ শুক্রবার জেলেপল্লিতে হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র, সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর জন্য এ আয়োজন করা হয়। এদিন শিশুদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন ও এক টাকায় এক বেলা খাবার কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সদস্যরা।
শিশুদের নিয়ে খেলার পাশাপাশি আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ, গ্রামীণ খেলাধুলা এবং উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা। যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। গান, নাচ, যেমন খুশি তেমন সাজোর পাশাপাশি দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, মিউজিক্যাল চেয়ারের মতো মজার খেলায় অংশ নেয় শিশুরা।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ জানান, জেলেপল্লির শিশুদের সঙ্গে বৈষম্য দূর করতে উদ্যোগ নিয়েছি এক টাকায় এক বেলা খাবারের। আমরা তাদের এক টাকার বিনিময় খাবার দিচ্ছি কারণ, তারা যেন কখনো ভাবতে না পারে যে খাবার বিনা মূল্যে পেয়েছে। এই টাকাটা নেওয়ার জন্য তারা অনুভব করবে খাবার কিনে খাচ্ছে।
এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তৃতীয় শ্রেণির ছাত্র চন্দন বলে, ‘আমার প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছি এবং এক টাকার বিনিময়ে খাবার সংগ্রহ করেছি।’
প্রতিষ্ঠাতা ও সভাপতি সজীব মিত্র বলেন, ২০১৮ সালের ১৭ মার্চ হাতেখড়ি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। দক্ষিণাঞ্চলের বলেশ্বর নদ-তীরবর্তী জেলেদের সন্তানদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে হাতেখড়ি ফাউন্ডেশন। মৌলিক অধিকার নিশ্চিত, নিজস্ব সংস্কৃতির বিকাশ ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে বিভিন্ন সুযোগ তৈরিসহ দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা, বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসতে চেষ্টা করে যাচ্ছে হাতেখড়ি ফাউন্ডেশন।
এ ছাড়া বাল্যবিবাহ রোধ, ইভ টিজিং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, বিনা মূল্যে রক্তদান, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কাজেও রয়েছে হাতেখড়ি ফাউন্ডেশনের বিচরণ।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
১৭ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
২৪ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৩০ মিনিট আগে