নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। তাঁদের অভিযোগ, নয়ন গাজী (৩৮) নামের এক যুবক তাঁদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। ওই টাকা না দেওয়ায় তাঁদের বেদম মারধর করেন নয়ন।
আজ রোববার দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ননী গোপাল সরকার (৬০) ও তাঁর ছেলে শম্ভু সরকার (৪৪)। তাঁদের মধ্যে গুরুতর আহত শম্ভু সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লিমা আক্তার বলেন, ‘আহত শম্ভু সরকারের অবস্থা গুরুতর। তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’
ননী গোপাল সরকারের মেয়ে খুকু রানী দাস বলেন, ‘নয়ন গাজী কয়েক দিন ধরে আমার বাবার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে আসছেন। কিন্তু ভয়ে বিষয়টি এত দিন কাউকে কিছু বলিনি। তা ছাড়া আমাদের কাছে নগদ কোনো টাকা–পয়সা নেই বলে জোর করে জমি লিখে দেওয়ার জন্য তিনি চাপ সৃষ্টি করছিলেন। আজ (রোববার) সকালেও একাধিকবার টাকা অথবা জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। টাকা দিতে না পারায় তিনি বাড়িতে ঢুকে আমার ভাইকে বেদম পিটিয়েছেন। পরে রাস্তায় বাবাকে পেয়ে তাঁকেও মারধর করেন। নয়ন দীর্ঘদিন ধরে আমাদের মানসিক ও শারীরিক নির্যাতন করে যাচ্ছেন।’
ননী গোপাল সরকার বলেন, ‘আমি শেখেরহাট বাজারে ছিলাম। এ সময় আমার ছেলেকে বাড়িতে ঢুকে নয়ন মারধর করছে বলে খবর আসে। পরে বাড়িতে এলে আমাকেও সে মারধর করে। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। এখন বার্ধক্যজনিত কারণে কোনো কাজ করতে পারি না। আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছিল দীর্ঘদিন ধরে। আমার নগদ কোনো টাকা নেই। আমি এর বিচার চাই।’
অভিযোগের বিষয়ে নয়ন গাজী বলেন, ‘ননী গোপালের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আমি ওই পরিবারের কাছে সাড়ে ৬১ শতাংশ জমি পাই। এ বিষয়ে আদালতে মামলা চলছে। আজ সকালে ওই জায়গায় গাছ বিক্রি করছিলেন শম্ভু সরকার। আমি বাধা দিলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়। তাঁদের মারধর করা হয়নি। চিকন ধরনের কোনো কঞ্চি দিয়ে নিজেকে আত্মরক্ষার জন্য দেওয়া দুই-একটি পিটুনি লাগতে পারে।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘চাঁদা না পেয়ে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ পেয়েছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পিরোজপুরের নেছারাবাদে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। তাঁদের অভিযোগ, নয়ন গাজী (৩৮) নামের এক যুবক তাঁদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। ওই টাকা না দেওয়ায় তাঁদের বেদম মারধর করেন নয়ন।
আজ রোববার দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ননী গোপাল সরকার (৬০) ও তাঁর ছেলে শম্ভু সরকার (৪৪)। তাঁদের মধ্যে গুরুতর আহত শম্ভু সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লিমা আক্তার বলেন, ‘আহত শম্ভু সরকারের অবস্থা গুরুতর। তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’
ননী গোপাল সরকারের মেয়ে খুকু রানী দাস বলেন, ‘নয়ন গাজী কয়েক দিন ধরে আমার বাবার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে আসছেন। কিন্তু ভয়ে বিষয়টি এত দিন কাউকে কিছু বলিনি। তা ছাড়া আমাদের কাছে নগদ কোনো টাকা–পয়সা নেই বলে জোর করে জমি লিখে দেওয়ার জন্য তিনি চাপ সৃষ্টি করছিলেন। আজ (রোববার) সকালেও একাধিকবার টাকা অথবা জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। টাকা দিতে না পারায় তিনি বাড়িতে ঢুকে আমার ভাইকে বেদম পিটিয়েছেন। পরে রাস্তায় বাবাকে পেয়ে তাঁকেও মারধর করেন। নয়ন দীর্ঘদিন ধরে আমাদের মানসিক ও শারীরিক নির্যাতন করে যাচ্ছেন।’
ননী গোপাল সরকার বলেন, ‘আমি শেখেরহাট বাজারে ছিলাম। এ সময় আমার ছেলেকে বাড়িতে ঢুকে নয়ন মারধর করছে বলে খবর আসে। পরে বাড়িতে এলে আমাকেও সে মারধর করে। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। এখন বার্ধক্যজনিত কারণে কোনো কাজ করতে পারি না। আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছিল দীর্ঘদিন ধরে। আমার নগদ কোনো টাকা নেই। আমি এর বিচার চাই।’
অভিযোগের বিষয়ে নয়ন গাজী বলেন, ‘ননী গোপালের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আমি ওই পরিবারের কাছে সাড়ে ৬১ শতাংশ জমি পাই। এ বিষয়ে আদালতে মামলা চলছে। আজ সকালে ওই জায়গায় গাছ বিক্রি করছিলেন শম্ভু সরকার। আমি বাধা দিলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়। তাঁদের মারধর করা হয়নি। চিকন ধরনের কোনো কঞ্চি দিয়ে নিজেকে আত্মরক্ষার জন্য দেওয়া দুই-একটি পিটুনি লাগতে পারে।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘চাঁদা না পেয়ে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ পেয়েছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি তাজা গুলি, একটি ম্যাগাজিন ও চারটি তাজা বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
৬ মিনিট আগে
লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে জনতার দলের প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালের ঋণ রয়েছে ২ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। স্ত্রী-কন্যা ও নিজের মিলিয়ে পরিবারে সোনা রয়েছে ৫৫ ভরি। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে গরু চোরাকারবারি সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চারজন রাখাল সীমান্ত পেরোলে বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন। এ সময় দুজনকে আটক করে ভারতের জঙ্গিপুর থানা-পুলিশ।
৩ ঘণ্টা আগে