ভান্ডারিয়া (পিরোজপুর) বরিশাল

পিরোজপুরের ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ও সিলিন্ডার থাকার পরেও গতকাল শনিবার অক্সিজেনের অভাবে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
এ বিষয়ে নবজাতকের মা হেলেনা বলেন, ‘অক্সিজেনের অভাবে চোখের সামনে আমার মেয়ে মারা যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। নার্স ও ডাক্তারদের অবহেলার কারণে আমার সন্তান মারা গেছে।’
মৃত নবজাতকের বাবা উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৌকখালী গ্রামের বাসিন্দা রিকশাচালক সাবু হাওলাদার বলেন, ‘গতকাল শনিবার ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আমার স্ত্রী হেলেনা বেগম কন্যাসন্তানের জন্ম দেন। নরমাল প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ার পর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয়। অক্সিজেন দিলে একপর্যায়ে নবজাতক সুস্থ হয়। এরপর কর্তব্যরত নার্সের পরামর্শে নবজাতককে শিশু বিশেষজ্ঞ ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়া হয়। ডা. সৌরেন্দ্রনাথ চিকিৎসা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনে রাখার পরামর্শ দেন। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে সেখানকার কর্তব্যরত নার্সরা আমাদের জানান অক্সিজেন নাই। একপর্যায়ে আমার হাতের ওপর আমার মেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। আমি তাদের অনেকবার অনুরোধ করে বলেছি, একটু অক্সিজেন ম্যানেজ করে দেন। কিন্তু তারা আমার কোনো কথা শোনেননি। উল্টো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন।’
মৃত নবজাতকের খালা রোজি বেগম বলেন, ‘নবজাতককে ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়ার পর তিনি চিকিৎসা শেষে সরকারি হাসপাতালে অক্সিজেন দিতে বলেন। আমরা হাসপাতালের জরুরি বিভাগে এলে সেখান থেকে চারতলায় পাঠানো হয়। আর সেখানকার নার্সরা জানান অক্সিজেন নাই। তখনো নবজাতক সুস্থই ছিল, এ সময় মায়ের দুধও পান করে। চোখের সামনেই অক্সিজেনের অভাবে আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। তাড়াতাড়ি জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর ডাক্তার যখন অক্সিজেন লাগায়, ততক্ষণে সে মারা যায়।’
এ বিষয়ে ভাণ্ডারিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের সংকট নেই। জন্মের পর থেকে নবজাতকের অবস্থা তেমন ভালো ছিল না। কী কারণে বলা হয়েছে হাসপাতালে অক্সিজেন নাই, বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি। কর্মরতদের সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

পিরোজপুরের ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ও সিলিন্ডার থাকার পরেও গতকাল শনিবার অক্সিজেনের অভাবে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
এ বিষয়ে নবজাতকের মা হেলেনা বলেন, ‘অক্সিজেনের অভাবে চোখের সামনে আমার মেয়ে মারা যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। নার্স ও ডাক্তারদের অবহেলার কারণে আমার সন্তান মারা গেছে।’
মৃত নবজাতকের বাবা উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৌকখালী গ্রামের বাসিন্দা রিকশাচালক সাবু হাওলাদার বলেন, ‘গতকাল শনিবার ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আমার স্ত্রী হেলেনা বেগম কন্যাসন্তানের জন্ম দেন। নরমাল প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ার পর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয়। অক্সিজেন দিলে একপর্যায়ে নবজাতক সুস্থ হয়। এরপর কর্তব্যরত নার্সের পরামর্শে নবজাতককে শিশু বিশেষজ্ঞ ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়া হয়। ডা. সৌরেন্দ্রনাথ চিকিৎসা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনে রাখার পরামর্শ দেন। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে সেখানকার কর্তব্যরত নার্সরা আমাদের জানান অক্সিজেন নাই। একপর্যায়ে আমার হাতের ওপর আমার মেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। আমি তাদের অনেকবার অনুরোধ করে বলেছি, একটু অক্সিজেন ম্যানেজ করে দেন। কিন্তু তারা আমার কোনো কথা শোনেননি। উল্টো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন।’
মৃত নবজাতকের খালা রোজি বেগম বলেন, ‘নবজাতককে ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়ার পর তিনি চিকিৎসা শেষে সরকারি হাসপাতালে অক্সিজেন দিতে বলেন। আমরা হাসপাতালের জরুরি বিভাগে এলে সেখান থেকে চারতলায় পাঠানো হয়। আর সেখানকার নার্সরা জানান অক্সিজেন নাই। তখনো নবজাতক সুস্থই ছিল, এ সময় মায়ের দুধও পান করে। চোখের সামনেই অক্সিজেনের অভাবে আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। তাড়াতাড়ি জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর ডাক্তার যখন অক্সিজেন লাগায়, ততক্ষণে সে মারা যায়।’
এ বিষয়ে ভাণ্ডারিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের সংকট নেই। জন্মের পর থেকে নবজাতকের অবস্থা তেমন ভালো ছিল না। কী কারণে বলা হয়েছে হাসপাতালে অক্সিজেন নাই, বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি। কর্মরতদের সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
১৯ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
২০ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে