মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমানের কাছে চাঁদা দাবি ও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল বুধবার বিকেলে সুপারিনটেনডেন্ট হাবিবুর বাদী হয়ে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
মামলায় আসামি করা হয়েছে মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন মৃধা এবং দলীয় কর্মী মো. মজনু মৃধা, মো. দুলাল মৃধা, মো. আব্দুল করিম ও মো. মাসুদ।
মামলার হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী চিত্তরঞ্জন দাস। আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলা আমলে নিয়ে মির্জাগঞ্জ থানাকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলা থেকে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ আগস্ট আসামিরা মজিদবাড়িয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং জোর করে একটি পদত্যাগপত্রে স্বাক্ষর নেন।
ওই ঘটনায় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট প্রথমে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ১৮ আগস্ট বিএনপি নেতা মো. মোজাম্মেল হোসেন মৃধা ও তাঁর দলবল নিয়ে মাদ্রাসায় গিয়ে সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই ঘটনায় গতকাল বুধবার মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মো. মোজাম্মেল হোসেন মৃধা বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। কারও কাছে কোনো চাঁদা দাবি করিনি।’

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমানের কাছে চাঁদা দাবি ও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল বুধবার বিকেলে সুপারিনটেনডেন্ট হাবিবুর বাদী হয়ে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
মামলায় আসামি করা হয়েছে মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন মৃধা এবং দলীয় কর্মী মো. মজনু মৃধা, মো. দুলাল মৃধা, মো. আব্দুল করিম ও মো. মাসুদ।
মামলার হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী চিত্তরঞ্জন দাস। আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলা আমলে নিয়ে মির্জাগঞ্জ থানাকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলা থেকে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ আগস্ট আসামিরা মজিদবাড়িয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং জোর করে একটি পদত্যাগপত্রে স্বাক্ষর নেন।
ওই ঘটনায় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট প্রথমে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ১৮ আগস্ট বিএনপি নেতা মো. মোজাম্মেল হোসেন মৃধা ও তাঁর দলবল নিয়ে মাদ্রাসায় গিয়ে সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই ঘটনায় গতকাল বুধবার মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মো. মোজাম্মেল হোসেন মৃধা বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। কারও কাছে কোনো চাঁদা দাবি করিনি।’

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
১ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযান চলাকালে মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর (৫২) ময়নাতদন্ত করা হচ্ছে। কেননা তাঁর পরিবার ও বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, অভিযান চালানো সেনাসদস্যদের নির্যাতনে মারা গেছেন ডাবলু।
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩৬ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১ ঘণ্টা আগে