পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে একটি দুগ্ধ খামারের চারটি গরু মারা গেছে। এ সময় গরু বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন খামারি জাহাঙ্গীর খলিফা (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার গভীর রাতে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের পিরতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে খামারির অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, খামারি জাহাঙ্গীর খলিফা আগে দিনমজুরি করে ও রিকশা চালিয়ে সংসার চালাতেন। একপর্যায়ে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি একটি গরুর খামার করেন। খামারে প্রতিদিন ৪০ লিটার দুধ উৎপাদন হতো, যা তিনি নিজে নিয়মিত পটুয়াখালী শহরের পুরান বাজারে বিক্রি করতেন। খামারটি গতকাল শনিবার রাতে দৃর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেয়।
খামারি জাহাঙ্গীর বলেন, ‘আমার আর কিছু রইল না। এই খামার থেকেই যা আয় হতো, তা দিয়ে আমার সংসার চলত। সবে একটু ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা শুরু করেছিলাম। কিন্তু এক রাতেই আমার সব শেষ করে দেওয়া হয়েছে।’
পটুয়াখালী জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘জাহাঙ্গীর একজন সফল খামারি ছিল। সে নিজের খামারে উৎপাদিত দুধ নিজেই বাজারে বিক্রি করত। তার এই ক্ষতি সে একা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারবে না। সরকার ও সমাজের বিত্তবানদের জাহাঙ্গীরের পাশে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আজ সকালেও পুলিশের একটি দল ওই এলাকায় কাজ করছে। এটি আসলে দুর্ঘটনা নাকি শত্রুতাবশত করা হয়েছে, সেই রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’

পটুয়াখালীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে একটি দুগ্ধ খামারের চারটি গরু মারা গেছে। এ সময় গরু বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন খামারি জাহাঙ্গীর খলিফা (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার গভীর রাতে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের পিরতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে খামারির অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, খামারি জাহাঙ্গীর খলিফা আগে দিনমজুরি করে ও রিকশা চালিয়ে সংসার চালাতেন। একপর্যায়ে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি একটি গরুর খামার করেন। খামারে প্রতিদিন ৪০ লিটার দুধ উৎপাদন হতো, যা তিনি নিজে নিয়মিত পটুয়াখালী শহরের পুরান বাজারে বিক্রি করতেন। খামারটি গতকাল শনিবার রাতে দৃর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেয়।
খামারি জাহাঙ্গীর বলেন, ‘আমার আর কিছু রইল না। এই খামার থেকেই যা আয় হতো, তা দিয়ে আমার সংসার চলত। সবে একটু ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা শুরু করেছিলাম। কিন্তু এক রাতেই আমার সব শেষ করে দেওয়া হয়েছে।’
পটুয়াখালী জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘জাহাঙ্গীর একজন সফল খামারি ছিল। সে নিজের খামারে উৎপাদিত দুধ নিজেই বাজারে বিক্রি করত। তার এই ক্ষতি সে একা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারবে না। সরকার ও সমাজের বিত্তবানদের জাহাঙ্গীরের পাশে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আজ সকালেও পুলিশের একটি দল ওই এলাকায় কাজ করছে। এটি আসলে দুর্ঘটনা নাকি শত্রুতাবশত করা হয়েছে, সেই রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েক জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
১৭ মিনিট আগে
রাতে দুই ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দেন। তাঁরা বলেন, বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী সমর্থন দিতে। ১৯ জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
২২ মিনিট আগে
কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ৩৫ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা। আজ রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকদের বৈঠক শেষে এ কথা জানান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
২৫ মিনিট আগে