Ajker Patrika

রাঙ্গাবালীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
রাঙ্গাবালীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুজন নারীসহ আটজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তুলাতুলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, শানু মল্লিক, মিলন মল্লিক, তোহামিনা বেগম, সুমন, বেল্লাল মল্লিক, এরশাদ মল্লিক, শামিম মল্লিক ও রোকসনা বেগম। 

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে চাচা শানু মল্লিকের সঙ্গে ভাইয়ের ছেলে এরশাদ মল্লিকের বিরোধ চলছিল। বিরোধী ওই জমিতে রোববার ধান চাষের জন্য ট্রাক্টর নিয়ে যায় শানু মল্লিক। খবর পেয়ে আড়াইটার দিকে এরশাদ এসে চাষাবাদে বাঁধা দেয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন কথা-কাটাকাটি করে বাগ্‌বিতণ্ডায় জড়ায়। এক পর্যায় সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের আটজন আহত হয়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, সংঘর্ষের বিষয়টি জেনেছি। এক পক্ষ থানায় এসেছিল। আহতদের চিকিৎসার জন্য গলাচিপা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো কোন অভিযোগ কিংবা মামলা করেনি কেউ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত