
পটুয়াখালীর বাউফলে বয়স্ক ভাতা দেওয়ার কথা বলে এক বৃদ্ধার জমি লিখে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে তাঁরই ভাতিজাদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিস বৈঠক হলেও এর সমাধান না হওয়ায় ওই নারী গতকাল বৃহস্পতিবার বাউফল থানায় অভিযোগ জানিয়েছেন। ভুক্তভোগী রওশন বেগম উপজেলার কেশবপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের মৃত মোসলেম ফকিরের স্ত্রী।
রওশন বেগম বলেন, ‘আমার মামাতো ভাই ফজলে আলী হাওলাদারের ছেলে শহিদ, মোসলেম এবং আরেক মামাতো ভাই সিদ্দিক হাওলাদারের ছেলে মো. মামুন হোসেন আমাকে বয়স্ক ভাতায় নাম দেওয়ার কথা বলে বাউফলে এক অফিসে নিয়ে যায়। সেখানে আমাকে একটা কাগজে টিপসই দিতে বলে। আমি না বুঝে টিপসই দেই। পরে তারা আমাকে ২৫ হাজার টাকা দেয়।’
রওশনের ছেলে মো. হুমায়ন কবির (৪৫) বলেন, ‘আমার মা অত্যন্ত সহজ-সরল মানুষ। তাঁকে বয়স্ক ভাতায় নাম দেওয়ার কথা বলে প্রতারণা করে বাউফল সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে শহিদুল ইসলাম, মোসলেম ও মামুন প্রত্যেকে ৪.৭৬ শতাংশ করে ১৪.২৯ শতাংশ জমি দলিল করে লিখে নেয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। প্রায় আড়াই মাস পর বিষয়টি জানতে পারি। এরপর তাদের কাছে জানতে চাইলে তারা বলে স্থানীয়ভাবে বসে এর একটা সমাধান করবে।’
হুমায়ন কবির আরও বলেন, ‘গত রোববার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা ১ লাখ ৪০ হাজার টাকা দেবে বলে জানায়। কিন্তু দুই দিন পার হলেও তারা কোনো টাকা দেয়নি। এখন টাকা চাইলে তারা বলে, কোনো টাকা দেওয়া হবে না। জমি নাকি তারা কিনে নিয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে মো. শহিদুল ইসলাম, মো. মোসলেম ও মামুন হোসেন বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা। রওশন বেগম স্বেচ্ছায় আমাদের জমি লিখে দিয়েছেন।’ সালিস বৈঠকে টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন কি না জানতে চাইলে তাঁরা কোনো জবাব দেননি।
এ বিষয়ে বাউফল সাব-রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা বলেন, ‘দলিল রেজিস্ট্রি করার আগে আমি জমিদাতা নারীর কাছে একাধিকবার জানতে চাই তিনি স্বেচ্ছায় জমি দিচ্ছেন কি না। তারপরও প্রতারণার ঘটনা ঘটে থাকলে দলিল বাতিলের জন্য ভুক্তভোগী আদালতে মামলা করতে পারেন।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালীর বাউফলে বয়স্ক ভাতা দেওয়ার কথা বলে এক বৃদ্ধার জমি লিখে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে তাঁরই ভাতিজাদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিস বৈঠক হলেও এর সমাধান না হওয়ায় ওই নারী গতকাল বৃহস্পতিবার বাউফল থানায় অভিযোগ জানিয়েছেন। ভুক্তভোগী রওশন বেগম উপজেলার কেশবপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের মৃত মোসলেম ফকিরের স্ত্রী।
রওশন বেগম বলেন, ‘আমার মামাতো ভাই ফজলে আলী হাওলাদারের ছেলে শহিদ, মোসলেম এবং আরেক মামাতো ভাই সিদ্দিক হাওলাদারের ছেলে মো. মামুন হোসেন আমাকে বয়স্ক ভাতায় নাম দেওয়ার কথা বলে বাউফলে এক অফিসে নিয়ে যায়। সেখানে আমাকে একটা কাগজে টিপসই দিতে বলে। আমি না বুঝে টিপসই দেই। পরে তারা আমাকে ২৫ হাজার টাকা দেয়।’
রওশনের ছেলে মো. হুমায়ন কবির (৪৫) বলেন, ‘আমার মা অত্যন্ত সহজ-সরল মানুষ। তাঁকে বয়স্ক ভাতায় নাম দেওয়ার কথা বলে প্রতারণা করে বাউফল সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে শহিদুল ইসলাম, মোসলেম ও মামুন প্রত্যেকে ৪.৭৬ শতাংশ করে ১৪.২৯ শতাংশ জমি দলিল করে লিখে নেয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। প্রায় আড়াই মাস পর বিষয়টি জানতে পারি। এরপর তাদের কাছে জানতে চাইলে তারা বলে স্থানীয়ভাবে বসে এর একটা সমাধান করবে।’
হুমায়ন কবির আরও বলেন, ‘গত রোববার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা ১ লাখ ৪০ হাজার টাকা দেবে বলে জানায়। কিন্তু দুই দিন পার হলেও তারা কোনো টাকা দেয়নি। এখন টাকা চাইলে তারা বলে, কোনো টাকা দেওয়া হবে না। জমি নাকি তারা কিনে নিয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে মো. শহিদুল ইসলাম, মো. মোসলেম ও মামুন হোসেন বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা। রওশন বেগম স্বেচ্ছায় আমাদের জমি লিখে দিয়েছেন।’ সালিস বৈঠকে টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন কি না জানতে চাইলে তাঁরা কোনো জবাব দেননি।
এ বিষয়ে বাউফল সাব-রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা বলেন, ‘দলিল রেজিস্ট্রি করার আগে আমি জমিদাতা নারীর কাছে একাধিকবার জানতে চাই তিনি স্বেচ্ছায় জমি দিচ্ছেন কি না। তারপরও প্রতারণার ঘটনা ঘটে থাকলে দলিল বাতিলের জন্য ভুক্তভোগী আদালতে মামলা করতে পারেন।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পিরোজপুরের নেছারাবাদে বিস্ফোরক মামলায় স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে নেছারাবাদ উপজেলার পান হাটখোলা এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নেছারাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।
১৫ মিনিট আগে
শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
১ ঘণ্টা আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
১ ঘণ্টা আগে
কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
১ ঘণ্টা আগে