Ajker Patrika

দশমিনায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ২৯
দশমিনায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর দশমিনায় মো. মনিরুজ্জামান নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দিতে ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোসা. হাসনা হেনা নামে এক নারী।

আজ রোববার ওই গৃহবধূ উপজেলার বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

হাসনা হেনা সংবাদ সম্মেলনে দাবি করেন, গত বছরের ৬ মে তাঁকে তাঁদের এক প্রতিবেশী মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় ১০ মে ওই প্রতিবেশীকে প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে পটু্য়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান দশমিনা থানার এসআই মো. মনিরুজ্জামান।

হাসনা হেনার দাবি, দশমিনা থানার এসআই মনিরুজ্জামান তদন্ত প্রতিবেদন দেওয়ার আগে তাঁর কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে, এসআই মনিরুজ্জামান তাঁর (হাসনা হেনা) ঘটনা মিথ্যা বলে গত ৩১ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করেন। তিনি ওই এসআইয়ের বিচার দাবি করেন।

অভিযোগে বিষয় এসআই মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা দাবির অভিযোগ সত্য নয়। তারা আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। আমি ঘুষ নিতে রাজি হইনি। মামলার বিষয় কোনো মিথ্যা প্রতিবেদন দিইনি। যেটা সত্য পেয়েছি, সেটাই দিয়েছি। তারা চাইলে আমার প্রতিবেদনের বিষয়ে নারাজি দিতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত