Ajker Patrika

এহসান গ্রুপের টাকা আত্মসাৎ: হাফিজুর রহমান কুয়াকাটার জামিন শুনানি ২৪ জুলাই

পিরোজপুর প্রতিনিধি
এহসান গ্রুপের টাকা আত্মসাৎ: হাফিজুর রহমান কুয়াকাটার জামিন শুনানি ২৪ জুলাই

এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় হাফিজুর রহমান কুয়াকাটার জামিন শুনানি আগামী ২৪ জুলাই ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত এই দিন ধার্য করেন।

উচ্চ আদালত থেকে নেওয়া ৪২ দিনের আগাম জামিন আগামী ২১ জুলাই শেষ হচ্ছে। এ জন্য তিনি আজ পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির হন।

পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন জানান, এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় চারটি মামলায় হাফিজুর রহমানকে আসামি করা হয়েছে। উচ্চ আদালত থেকে নেওয়া ৪২ দিনের আগাম জামিন আগামী ২১ জুলাই শেষ হচ্ছে। এ জন্য তিনি আজ আদালতে স্বেচ্ছায় হাজির হন। এ সময় আদালত তাঁর জামিন শুনানি ২৪ জুলাই ধার্য করেন।

উল্লেখ্য, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের থেকে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসানসহ তাঁর ভাইয়েরা জেলহাজতে রয়েছেন। রাগিব আহসান ও তাঁর সঙ্গীদের নামে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে প্রতারণার মাধ্যমে ১০১ কোটি ৪৫ লাখ টাকা স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত