বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর বাউফল উপজেলার অভ্যন্তরীণ ৫২৬ কিলোমিটার সড়ক বেহাল। এর ফলে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ মানুষকেও পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নে তাদের অধীন মোট সড়কের পরিমাণ প্রায় ২৩ হাজার ৯৫ কিলোমিটার। এর মধ্যে চলাচলের অযোগ্য অবস্থায় রয়েছে ৫২৬ কিলোমিটার সড়ক।
উপজেলার বিভিন্ন এলাকার সড়কগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে: দাসপাড়া ইউনিয়নের ছোট চৌমুহনী-নওমালা ব্রিজ সড়ক, লেঙরা মুন্সির পুল থেকে কাদের সর্দারবাড়ির সড়ক, সাবেক চেয়ারম্যান নুরু মিয়ার বাড়ি থেকে রশিদের বাড়ির সড়ক, কাঠের পুল থেকে হুজুরের বাড়ির সড়ক, বড় চৌমুহনী থেকে ইলিশার খাল পর্যন্ত সড়ক, বাংলাবাজার থেকে হাজীর হাট পর্যন্ত সড়ক, কালাইয়া ইউনিয়নের শিমুলবাগ থেকে কলেজ সড়ক পর্যন্ত, কনকদিয়া-বীরপাশা, কালিশুরী-ধুলিয়া, কালিশুরী-কেশবপুর, বগা-সাবপুরা, হোগলা-কলতা, কাছিপাড়া-মান্দারবন, কারখানা লঞ্চঘাট-পাড়ের বাজার-দরিয়াবাদ, চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন সড়ক।

এসব সড়কে বিভিন্ন স্থানে পাথর, খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্ত। কোথাও কোথাও পানিতে তলিয়ে রয়েছে রাস্তা। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে, ঘটছে দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকার বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, এই বেহাল সড়ক তাঁদের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।
গাড়িচালক মো. হাসান আজকে পত্রিকাকে জানান, রাস্তায় চলতে গিয়ে তাঁদের গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আয় কমে গেছে। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তার দুরবস্থার কারণে নিয়মিত স্কুল-কলেজে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে।’
এ বিষয়ে কথা হলে এলজিইডি বাউফল উপজেলা কার্যালয়ের প্রকৌশলী শ্যামল কুমার গাইন জানান, বেহাল সড়কগুলোর তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কারকাজ শুরু হবে।

পটুয়াখালীর বাউফল উপজেলার অভ্যন্তরীণ ৫২৬ কিলোমিটার সড়ক বেহাল। এর ফলে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ মানুষকেও পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নে তাদের অধীন মোট সড়কের পরিমাণ প্রায় ২৩ হাজার ৯৫ কিলোমিটার। এর মধ্যে চলাচলের অযোগ্য অবস্থায় রয়েছে ৫২৬ কিলোমিটার সড়ক।
উপজেলার বিভিন্ন এলাকার সড়কগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে: দাসপাড়া ইউনিয়নের ছোট চৌমুহনী-নওমালা ব্রিজ সড়ক, লেঙরা মুন্সির পুল থেকে কাদের সর্দারবাড়ির সড়ক, সাবেক চেয়ারম্যান নুরু মিয়ার বাড়ি থেকে রশিদের বাড়ির সড়ক, কাঠের পুল থেকে হুজুরের বাড়ির সড়ক, বড় চৌমুহনী থেকে ইলিশার খাল পর্যন্ত সড়ক, বাংলাবাজার থেকে হাজীর হাট পর্যন্ত সড়ক, কালাইয়া ইউনিয়নের শিমুলবাগ থেকে কলেজ সড়ক পর্যন্ত, কনকদিয়া-বীরপাশা, কালিশুরী-ধুলিয়া, কালিশুরী-কেশবপুর, বগা-সাবপুরা, হোগলা-কলতা, কাছিপাড়া-মান্দারবন, কারখানা লঞ্চঘাট-পাড়ের বাজার-দরিয়াবাদ, চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন সড়ক।

এসব সড়কে বিভিন্ন স্থানে পাথর, খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্ত। কোথাও কোথাও পানিতে তলিয়ে রয়েছে রাস্তা। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে, ঘটছে দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকার বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, এই বেহাল সড়ক তাঁদের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।
গাড়িচালক মো. হাসান আজকে পত্রিকাকে জানান, রাস্তায় চলতে গিয়ে তাঁদের গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আয় কমে গেছে। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তার দুরবস্থার কারণে নিয়মিত স্কুল-কলেজে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে।’
এ বিষয়ে কথা হলে এলজিইডি বাউফল উপজেলা কার্যালয়ের প্রকৌশলী শ্যামল কুমার গাইন জানান, বেহাল সড়কগুলোর তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কারকাজ শুরু হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১৩ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১৫ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২৫ মিনিট আগে