মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২০২৩ সালে বিএনপির কর্মসূচির গাড়িবহরে ভাঙচুর ও হামলার ঘটনায় ১০২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমানকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
আসামিরা হলেন -জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. আজিজ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল বাশার নাসির, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিন সবুজ মৃধা, যুবলীগের জহিরুল ইসলাম লোটাস, মহসিন মৃধা,শ্রমিকলীগের নিজাম ডিলার, ফারুক খান, ছাত্রলীগের রাকিব মৃধা, মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লাসহ ১০২ জন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী থেকে নেতা-কর্মীরা ২টি মাইক্রোবাস ও ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরস্থ সুবিদখালী আসছিলেন। আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড় এলাকায় পৌঁছলে আওয়ামী লীগের অফিস থেকে আসামিরা একটি মিছিল বের করে লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা কর্মীদের ওপর অতর্কিত হামলা করে। এতে গাড়িবহরে থাকা বিএনপির অনেক নেতা কর্মী গুরুতর আহত হয় এবং বহরের গাড়িগুলো ভাঙচুর করে ।

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২০২৩ সালে বিএনপির কর্মসূচির গাড়িবহরে ভাঙচুর ও হামলার ঘটনায় ১০২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমানকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
আসামিরা হলেন -জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. আজিজ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল বাশার নাসির, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিন সবুজ মৃধা, যুবলীগের জহিরুল ইসলাম লোটাস, মহসিন মৃধা,শ্রমিকলীগের নিজাম ডিলার, ফারুক খান, ছাত্রলীগের রাকিব মৃধা, মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লাসহ ১০২ জন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী থেকে নেতা-কর্মীরা ২টি মাইক্রোবাস ও ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরস্থ সুবিদখালী আসছিলেন। আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড় এলাকায় পৌঁছলে আওয়ামী লীগের অফিস থেকে আসামিরা একটি মিছিল বের করে লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা কর্মীদের ওপর অতর্কিত হামলা করে। এতে গাড়িবহরে থাকা বিএনপির অনেক নেতা কর্মী গুরুতর আহত হয় এবং বহরের গাড়িগুলো ভাঙচুর করে ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে