পটুয়াখালী প্রতিনিধি

ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়ায় পটুয়াখালীতে পুলিশ কর্মকর্তাকে শাসানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। এ সময় তিনি আধিপত্য বিস্তারে ওই কর্মকর্তাকে হুমকিও দেন। পরে অন্যান্য পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা জড়ো হলে সটকে পড়েন ওই নেতা।
ঘটনাটি ঘটে আজ রোববার সদর উপজেলার লোহালিয়া মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইউসুফ আলী খান, তিনি সদর উপজেলার লোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট গোলাম সরোয়ারের সমর্থক।
এর আগে রোববার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্তে জেলার সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা পরিষদের নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়।
বেলা ১টার দিকে সদর উপজেলার মধ্য লোহালিয়া মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খান। এ সময় ভোটকেন্দ্রের ইনচার্জ পুলিশের সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান ভোটার কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভোটার না, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।’
ভোটার ব্যতীত কাউকে ভেতরে ঢুকতে না দেওয়ার নির্দেশ আছে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমি ২০ বছর আওয়ামী লীগের সভাপতি, টাঙ্গাইলের ধনবাড়ী থানার ওসি জসিম আমার নিজের শালা (শ্যালক) ’।
এ সময় তিনি প্রভাবশালী একাধিক কর্মকর্তার পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে সাংবাদিকসহ অন্যান্য পুলিশ এবং প্রিসাইডিং অফিসার আসলে তিনি কেটে পরেন।
এ বিষয় জানতে চাইলে ইউসুফ আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আসছি তো ভোট দেব না, আমার এজেন্ট আছে, তারা কি অবস্থায় আছে দেখার জন্য। আমি ভেতরেও ঢুকব না।’
ওই ভোটকেন্দ্রের ইনচার্জ পুলিশের সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, ‘তিনি এই কেন্দ্রের ভোটার নন, তাই তাকে ঢুকতে দিইনি। তবে তিনি আওয়ামী লীগ নেতা ও একাধিক কর্মকর্তার নাম বলে ঢোকার চেষ্টা করেছেন, তখন আমি প্রিসাইডিং অফিসারকে জানালে তিনি চলে যান।’

ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়ায় পটুয়াখালীতে পুলিশ কর্মকর্তাকে শাসানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। এ সময় তিনি আধিপত্য বিস্তারে ওই কর্মকর্তাকে হুমকিও দেন। পরে অন্যান্য পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা জড়ো হলে সটকে পড়েন ওই নেতা।
ঘটনাটি ঘটে আজ রোববার সদর উপজেলার লোহালিয়া মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইউসুফ আলী খান, তিনি সদর উপজেলার লোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট গোলাম সরোয়ারের সমর্থক।
এর আগে রোববার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্তে জেলার সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা পরিষদের নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়।
বেলা ১টার দিকে সদর উপজেলার মধ্য লোহালিয়া মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খান। এ সময় ভোটকেন্দ্রের ইনচার্জ পুলিশের সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান ভোটার কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভোটার না, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।’
ভোটার ব্যতীত কাউকে ভেতরে ঢুকতে না দেওয়ার নির্দেশ আছে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমি ২০ বছর আওয়ামী লীগের সভাপতি, টাঙ্গাইলের ধনবাড়ী থানার ওসি জসিম আমার নিজের শালা (শ্যালক) ’।
এ সময় তিনি প্রভাবশালী একাধিক কর্মকর্তার পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে সাংবাদিকসহ অন্যান্য পুলিশ এবং প্রিসাইডিং অফিসার আসলে তিনি কেটে পরেন।
এ বিষয় জানতে চাইলে ইউসুফ আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আসছি তো ভোট দেব না, আমার এজেন্ট আছে, তারা কি অবস্থায় আছে দেখার জন্য। আমি ভেতরেও ঢুকব না।’
ওই ভোটকেন্দ্রের ইনচার্জ পুলিশের সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, ‘তিনি এই কেন্দ্রের ভোটার নন, তাই তাকে ঢুকতে দিইনি। তবে তিনি আওয়ামী লীগ নেতা ও একাধিক কর্মকর্তার নাম বলে ঢোকার চেষ্টা করেছেন, তখন আমি প্রিসাইডিং অফিসারকে জানালে তিনি চলে যান।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে