Ajker Patrika

জ্বালানি নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না: বিইআরসি চেয়ারম্যান

পাবনা প্রতিনিধি
জ্বালানি নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না: বিইআরসি চেয়ারম্যান

জ্বালানি নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নুরুল আমিন। 

আজ সোমবার দুপুরে পাবনায় বিদ্যুৎ, গ্যাস পেট্রোলিয়াম নিয়ে অংশীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন মতবিনিময় সভায় বলেছেন, ‘আমরা লাইসেন্স দেওয়ার জন্য উদার হস্তে বসে আছি। আপনারা নৈতিকতার সঙ্গে ব্যবসা করুন। পদ্মা সেতু তৈরি করা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নৈতিকতা শক্তিশালী ছিল বলেই। বঙ্গবন্ধু কোনো প্রকার অনৈতিকতার সঙ্গে আপস করেন নাই। তাই গ্যাস, বিদ্যুৎ ও পেট্রোলিয়াম তেল নিয়ে কোনো 
অনৈতিকতা সহ্য করা হবে না। 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এতে বক্তব্য দেন—বিইআরসির পরিচালক (বিদ্যুৎ) রেজাউল করিম খান, পরিচালক (গ্যাস) মোহম্মদ আলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসসের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, পাবনা চেম্বার্স অব কমার্সের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার আকমল হোসেন প্রমুখ। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, শরীফ আহমেদ, এডিএম জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার আব্দুল হাসনাত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত