Ajker Patrika

ঈশ্বরদীতে ডায়রিয়া পরিস্থিতির অবনতি, একজনের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে ডায়রিয়া পরিস্থিতির অবনতি, একজনের মৃত্যু
ঈশ্বরদীতে হাসপাতালে ভর্তি ডায়রিয়ার রোগী। ছবি: আজকের পত্রিকা

পাবনার ঈশ্বরদীতে ডায়রিয়ার চিকিৎসা নেওয়র পর বাড়িতে ফিরে লিপি খাতুন (২৫) নামের ইপিজেডের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়ন তিলিকপুরে গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, লিপি খাতুন ঈশ্বরদী ইপিজেডে একটি কারখানার শ্রমিক ছিলেন। এর আগে ডায়রিয়া আক্রান্তের পরপরই তিনি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হলে গতকাল বিকেলে বাড়ি ফিরে যান এবং ওই দিন রাতেই তাঁর মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, বিষয়টি তিনি সরেজমিনে তদন্ত করেছেন এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত হয়েছেন।

এদিকে ক্রমবর্ধমানভাবে ডায়রিয়া পরিস্থিতির অবনতি হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টা থেকেই ঈশ্বরদীতে তদন্তের প্রাথমিক কাজ শুরু করেছে কমিটি।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরীন স্বাক্ষরিতপত্রে পাবনার সিভিল সার্জনকে এ নির্দেশ দেওয়া হয়। এতে আজ থেকে তদন্ত কমিটিকে সংশ্লিষ্ট ডায়রিয়া এলাকায় গমন, পরিদর্শন ও তদন্তের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ছয় সদস্যের এই কমিটিতে টিম লিডার করা হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের চিকিৎসক এ এইচ এম মোস্তফা কামালকে। অন্য সদস্যরা হলেন টেকনিক্যাল অফিসার শরিফ উদ্দিন হাসনাত, চাঁদপুর উত্তর মতলব ষাটনল ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ফাহমিদা ফাইজা, খাগড়াছড়ি চেঙ্গির সহকারী সার্জন রাজেশ দেব, আইইডিসিআরের মেডিকেল টেকনোলজিস্ট সোহেল রানা এবং ল্যাব অ্যাটেনডেন্ট সজিবুল ইসলাম।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী এহসান বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, আজ বিকেল থেকে তাঁরা কাজ শুরু করেছেন। কমিটি প্রথমেই ঈশ্বরদী ইপিজেড পরিদর্শন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত