পাবনা প্রতিনিধি

পাবনায় যৌথ বাহিনীর অভিযানে জব্দকৃত তিনটি সিএনজিচালিত অটোরিকশা পুলিশি হেফাজতে থাকাবস্থায় ভস্মীভূত হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২১ জুন) সকালে পুলিশ লাইনের স্টাফ মেসের সামনের মাঠে রাখা অটোরিকশাগুলো আগুনে পুড়ে যায়।
এর আগে শুক্রবার (২০ জুন) এসব অটোরিকশা আটক করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। তবে পুলিশি হেফাজতে এমন ঘটনা অস্বাভাবিক জানিয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীরা।
পুলিশ ও ভুক্তভোগী অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকালে সদর উপজেলার গাছপাড়া বাইপাস থেকে ফিটনেস ও কাগজপত্রে ত্রুটি থাকার অভিযোগে বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে জরিমানা ও মামলা দেয় যৌথ বাহিনী। পরে জব্দকৃত অটোরিকশাগুলো পুলিশ লাইন কম্পাউন্ডে স্টাফ মেসের সামনের মাঠে রাখা হয়।
সেখানে থাকাবস্থায় শনিবার সকালে হঠাৎ তিনটি অটোরিকশা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সে আগুন নেভাতে চেষ্টা করলেও একটি অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত এবং আরও দুটি আংশিক পুড়ে যায়।
ভুক্তভোগীদের দাবি, শুরু থেকে পাবনার সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা চালানোয় সমস্যা না থাকলেও কোনো নোটিশ ছাড়া হঠাৎ শুক্রবার বেশ কিছু অটোরিককশা জব্দ করে মামলা দেয় যৌথ বাহিনী। এরপর চালকেরা ভালো গাড়ি রেখে গেলেও পরদিন সকালে পুলিশ জানায় আগুনে পুড়ে গেছে তিনটি গাড়ি।
এ ব্যাপারে ভুক্তভোগী হাফিজুল ইসলাম বলেন, ‘নিজে গাড়ি পুলিশ লাইনের ভেতরে রেখে গেছি। পুলিশ চাবি নিয়ে মামলার টোকেন ধরিয়ে দিল। টাকা নেই, বাধ্য হয়ে চাচার কাছ থেকে ধার করে ১০ হাজার টাকা নিয়ে মামলা ভাঙিয়ে আসার পর পুলিশ বলছে, একাই আগুন লেগে গাড়ি পুড়ে গেছে। গিয়ে দেখি গাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গেছে। শুধু সামনের গ্লাসটা আছে। কয়েক দিন ধরে টানা বৃষ্টি। এর মধ্যে পুলিশি হেফাজতে কীভাবে গাড়িতে আগুন লাগল? আর ৩ লাখ টাকার ক্ষতিপূরণ এখন কে দেবে? হয় অক্ষত অবস্থায় আমার গাড়ি ফিরিয়ে দিক, না হয় দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। তা ছাড়া আমি কীভাবে সংসার চালাব।’

আটঘরিয়ার অটোরিকশাচালক মোস্তফা কামাল বলেন, ‘হঠাৎ সকালে শুনি গাড়িতে আগুন লেগেছে। ছুটে এসে জানলাম আমার গাড়ির পেছনের তিনটি গাড়িতে আগুন লেগেছে। অল্পের জন্য আমারটা বেঁচে গেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, পুলিশের কাছে আমাদের গাড়ি নিরাপদ কি না।’
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মণ্ডল বলেন, ‘বিষয়টি পুরোপুরি জানি না। তবে শুনেছি একটি অটোরিকশায় হঠাৎ আগুন লেগে যায় এবং তার দুইপাশে থাকা দুটি অটোরিকশাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।’ তিনি বলেন, অটোরিকশার সিলিন্ডার লিকেজ হয়ে এমনটি ঘটতে পারে। সেটির দায় তো পুলিশ নেবে না। তা ছাড়া পুরো পুলিশ লাইন এরিয়া সিসি ক্যামেরার আওতাভুক্ত। ঠিক কীভাবে আগুন ধরল, সেটি খতিয়ে দেখা হবে।’

পাবনায় যৌথ বাহিনীর অভিযানে জব্দকৃত তিনটি সিএনজিচালিত অটোরিকশা পুলিশি হেফাজতে থাকাবস্থায় ভস্মীভূত হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২১ জুন) সকালে পুলিশ লাইনের স্টাফ মেসের সামনের মাঠে রাখা অটোরিকশাগুলো আগুনে পুড়ে যায়।
এর আগে শুক্রবার (২০ জুন) এসব অটোরিকশা আটক করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। তবে পুলিশি হেফাজতে এমন ঘটনা অস্বাভাবিক জানিয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীরা।
পুলিশ ও ভুক্তভোগী অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকালে সদর উপজেলার গাছপাড়া বাইপাস থেকে ফিটনেস ও কাগজপত্রে ত্রুটি থাকার অভিযোগে বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে জরিমানা ও মামলা দেয় যৌথ বাহিনী। পরে জব্দকৃত অটোরিকশাগুলো পুলিশ লাইন কম্পাউন্ডে স্টাফ মেসের সামনের মাঠে রাখা হয়।
সেখানে থাকাবস্থায় শনিবার সকালে হঠাৎ তিনটি অটোরিকশা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সে আগুন নেভাতে চেষ্টা করলেও একটি অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত এবং আরও দুটি আংশিক পুড়ে যায়।
ভুক্তভোগীদের দাবি, শুরু থেকে পাবনার সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা চালানোয় সমস্যা না থাকলেও কোনো নোটিশ ছাড়া হঠাৎ শুক্রবার বেশ কিছু অটোরিককশা জব্দ করে মামলা দেয় যৌথ বাহিনী। এরপর চালকেরা ভালো গাড়ি রেখে গেলেও পরদিন সকালে পুলিশ জানায় আগুনে পুড়ে গেছে তিনটি গাড়ি।
এ ব্যাপারে ভুক্তভোগী হাফিজুল ইসলাম বলেন, ‘নিজে গাড়ি পুলিশ লাইনের ভেতরে রেখে গেছি। পুলিশ চাবি নিয়ে মামলার টোকেন ধরিয়ে দিল। টাকা নেই, বাধ্য হয়ে চাচার কাছ থেকে ধার করে ১০ হাজার টাকা নিয়ে মামলা ভাঙিয়ে আসার পর পুলিশ বলছে, একাই আগুন লেগে গাড়ি পুড়ে গেছে। গিয়ে দেখি গাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গেছে। শুধু সামনের গ্লাসটা আছে। কয়েক দিন ধরে টানা বৃষ্টি। এর মধ্যে পুলিশি হেফাজতে কীভাবে গাড়িতে আগুন লাগল? আর ৩ লাখ টাকার ক্ষতিপূরণ এখন কে দেবে? হয় অক্ষত অবস্থায় আমার গাড়ি ফিরিয়ে দিক, না হয় দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। তা ছাড়া আমি কীভাবে সংসার চালাব।’

আটঘরিয়ার অটোরিকশাচালক মোস্তফা কামাল বলেন, ‘হঠাৎ সকালে শুনি গাড়িতে আগুন লেগেছে। ছুটে এসে জানলাম আমার গাড়ির পেছনের তিনটি গাড়িতে আগুন লেগেছে। অল্পের জন্য আমারটা বেঁচে গেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, পুলিশের কাছে আমাদের গাড়ি নিরাপদ কি না।’
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মণ্ডল বলেন, ‘বিষয়টি পুরোপুরি জানি না। তবে শুনেছি একটি অটোরিকশায় হঠাৎ আগুন লেগে যায় এবং তার দুইপাশে থাকা দুটি অটোরিকশাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।’ তিনি বলেন, অটোরিকশার সিলিন্ডার লিকেজ হয়ে এমনটি ঘটতে পারে। সেটির দায় তো পুলিশ নেবে না। তা ছাড়া পুরো পুলিশ লাইন এরিয়া সিসি ক্যামেরার আওতাভুক্ত। ঠিক কীভাবে আগুন ধরল, সেটি খতিয়ে দেখা হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে