ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তা নিয়ে মতভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এ বিষয়ে এখনো সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। কোনো নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যে বিভিন্ন আসনে জায়ামাতে ইসলামী তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। এবার পাবনার ঈশ্বরদীতে পৌরসভার মেয়র ও সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করল দলটি।
বুধবার রাতে ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে দারুস সালাম ট্রাস্ট ভবনে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ‘প্রার্থী নির্বাচন সভায়’ আনুষ্ঠানিকভাবে দলীয় মেয়র ও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলীয় এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। রাতেই তালিকাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ঈশ্বরদী পৌরসভার মেয়র পদের জন্য গোলাম আজমের নাম ঘোষণা করা হয়েছে। তিনি পৌর জামায়াতের আমির ও নারিচা মশুরিয়া উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।
এ ছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে সাঁড়ায় চেয়ারম্যান পদে বর্তমান ইউপি সদস্য মো. সাইফুদ্দিন খান, লক্ষীকুন্ডায় ইসমাইল হোসেন রনি, পাকশীতে মো. মাসুদ রানা, সাহাপুরে ছগির আহমেদ বিন নাসির, সলিমপুরে মো. সাইদুল ইসলাম, দাশুড়িয়ায় মাওলানা নূর মোহাম্মদ এবং মুলাডুলিতে মো. শাহিনুল আলমের নাম ঘোষণা করা হয়।
উপজেলা জামায়াতের আমির মওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা শুরা কার্যপরিষদ সদস্য ও তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি গোলাম রব্বানী খান জুবায়ের। উপজেলা জামায়াতের সব রোকন সদস্য এবং দলীয় মনোনীত সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পৌর কমিটির আমির গোলাম আজম আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবারের সভায় শুধু মেয়র ও চেয়ারম্যানদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। যদিও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, তারপরও সাংগঠনিকভাবে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা পালন করব।’

জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তা নিয়ে মতভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এ বিষয়ে এখনো সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। কোনো নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যে বিভিন্ন আসনে জায়ামাতে ইসলামী তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। এবার পাবনার ঈশ্বরদীতে পৌরসভার মেয়র ও সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করল দলটি।
বুধবার রাতে ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে দারুস সালাম ট্রাস্ট ভবনে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ‘প্রার্থী নির্বাচন সভায়’ আনুষ্ঠানিকভাবে দলীয় মেয়র ও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলীয় এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। রাতেই তালিকাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ঈশ্বরদী পৌরসভার মেয়র পদের জন্য গোলাম আজমের নাম ঘোষণা করা হয়েছে। তিনি পৌর জামায়াতের আমির ও নারিচা মশুরিয়া উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।
এ ছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে সাঁড়ায় চেয়ারম্যান পদে বর্তমান ইউপি সদস্য মো. সাইফুদ্দিন খান, লক্ষীকুন্ডায় ইসমাইল হোসেন রনি, পাকশীতে মো. মাসুদ রানা, সাহাপুরে ছগির আহমেদ বিন নাসির, সলিমপুরে মো. সাইদুল ইসলাম, দাশুড়িয়ায় মাওলানা নূর মোহাম্মদ এবং মুলাডুলিতে মো. শাহিনুল আলমের নাম ঘোষণা করা হয়।
উপজেলা জামায়াতের আমির মওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা শুরা কার্যপরিষদ সদস্য ও তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি গোলাম রব্বানী খান জুবায়ের। উপজেলা জামায়াতের সব রোকন সদস্য এবং দলীয় মনোনীত সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পৌর কমিটির আমির গোলাম আজম আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবারের সভায় শুধু মেয়র ও চেয়ারম্যানদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। যদিও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, তারপরও সাংগঠনিকভাবে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা পালন করব।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে