প্রতিনিধি, আটঘরিয়া (পাবনা)

বেহাল দশায় পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর-একদন্ত প্রধান সড়কটি। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন উপজেলার ৩টি ইউনিয়নসহ আশপাশের ইউনিয়ন ও উপজেলার মানুষ। খানা-খন্দের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, রাস্তার কার্পেটিং উঠে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তা ভেঙে পড়েছে। এতে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি, মালবাহী যানবাহন, মিনি ট্রাক ও মোটরসাইকেল আরোহীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যাচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলা সদর দেবোত্তর বাজার থেকে শ্রীকান্তপুর, পুস্তিগাছা, কয়রাবাড়ী, ডেঙ্গারগ্রাম হয়ে ১২.৫ কিলোমিটার রাস্তা একদন্ত বাজারে গিয়ে পৌঁছেছে। এই উপজেলার আটঘরিয়া পৌরসভাসহ, দেবোত্তর, একদন্ত, লক্ষ্মীপুর এই ৩টি ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষের চলাচলের প্রধান রাস্তা।
আটঘরিয়া উপজেলার সদর দেবোত্তরে অটো ভ্যানচালক নায়েব আলী। তাঁর অভিযোগ, রাস্তার উন্নয়নে কোটি কোটি টাকার বাজেট হয়, কিন্তু রাস্তা ঠিক হয় না। আজ রাস্তা ঠিক করলে, কালকেই আবার নষ্ট হয়ে যায়। ভাঙা রাস্তার কারণে ভ্যান টানতে খুব কষ্ট হয়। একটু ভারী মাল থাকলে গাড়ি উল্টে যায়।
দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ী গ্রামের বাসিন্দা রঞ্জু মিয়া বলেন, দুদিন পর পর রাস্তা ঠিক করে, আবার নষ্ট হয়ে যায়। ট্রাক চলাচলের কারণে পিচ পাথর উঠে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। এর মধ্যে একটু বৃষ্টি হলে সব জায়গায় পানি জমে যায়। মানুষ শান্তি মতো চলাচল তো দূরের কথা, বাজারঘাটও ঠিকভাবে করতে পারে না।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী এএইচএম রবিউল আওয়াল রিজভী বলেন, রাস্তাটি সংস্কারের জন্য আরটিআইপি প্রকল্পের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু অর্থ না থাকায় এ বছর সম্ভব হয়নি। তিনি বলেন রাস্তাটি অনেক বড় বিধায় সরকারি অর্থায়নে করা সম্ভব নয়। পুনরায় বৃহত্তর রাজশাহী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সংস্কারে জন্য পাঠানো হয়েছে। তবে পাবনা জেলা প্রধান নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে আপত্কালীন সংস্কারের ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম বলেন, আমার উপজেলার মানুষের ভোগান্তি আমি দেখেছি। আমি নিজেও একাধিকবার ঐ রাস্তা দিয়ে চলাচল করেছি। রাস্তাটি এলজিইডির অধীনে। আমরা গত অর্থবছরে রাস্তাটি সংস্কারের জন্য পাঠিয়েছিলাম। অর্থের কারণে সম্ভব হয়নি। চলতি অর্থ বছরে আবারও পাঠানো হবে। তবে আপাতত স্থানীয় ভাবে জনগণের ভোগান্তি লাঘবের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেহাল দশায় পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর-একদন্ত প্রধান সড়কটি। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন উপজেলার ৩টি ইউনিয়নসহ আশপাশের ইউনিয়ন ও উপজেলার মানুষ। খানা-খন্দের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, রাস্তার কার্পেটিং উঠে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তা ভেঙে পড়েছে। এতে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি, মালবাহী যানবাহন, মিনি ট্রাক ও মোটরসাইকেল আরোহীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যাচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলা সদর দেবোত্তর বাজার থেকে শ্রীকান্তপুর, পুস্তিগাছা, কয়রাবাড়ী, ডেঙ্গারগ্রাম হয়ে ১২.৫ কিলোমিটার রাস্তা একদন্ত বাজারে গিয়ে পৌঁছেছে। এই উপজেলার আটঘরিয়া পৌরসভাসহ, দেবোত্তর, একদন্ত, লক্ষ্মীপুর এই ৩টি ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষের চলাচলের প্রধান রাস্তা।
আটঘরিয়া উপজেলার সদর দেবোত্তরে অটো ভ্যানচালক নায়েব আলী। তাঁর অভিযোগ, রাস্তার উন্নয়নে কোটি কোটি টাকার বাজেট হয়, কিন্তু রাস্তা ঠিক হয় না। আজ রাস্তা ঠিক করলে, কালকেই আবার নষ্ট হয়ে যায়। ভাঙা রাস্তার কারণে ভ্যান টানতে খুব কষ্ট হয়। একটু ভারী মাল থাকলে গাড়ি উল্টে যায়।
দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ী গ্রামের বাসিন্দা রঞ্জু মিয়া বলেন, দুদিন পর পর রাস্তা ঠিক করে, আবার নষ্ট হয়ে যায়। ট্রাক চলাচলের কারণে পিচ পাথর উঠে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। এর মধ্যে একটু বৃষ্টি হলে সব জায়গায় পানি জমে যায়। মানুষ শান্তি মতো চলাচল তো দূরের কথা, বাজারঘাটও ঠিকভাবে করতে পারে না।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী এএইচএম রবিউল আওয়াল রিজভী বলেন, রাস্তাটি সংস্কারের জন্য আরটিআইপি প্রকল্পের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু অর্থ না থাকায় এ বছর সম্ভব হয়নি। তিনি বলেন রাস্তাটি অনেক বড় বিধায় সরকারি অর্থায়নে করা সম্ভব নয়। পুনরায় বৃহত্তর রাজশাহী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সংস্কারে জন্য পাঠানো হয়েছে। তবে পাবনা জেলা প্রধান নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে আপত্কালীন সংস্কারের ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম বলেন, আমার উপজেলার মানুষের ভোগান্তি আমি দেখেছি। আমি নিজেও একাধিকবার ঐ রাস্তা দিয়ে চলাচল করেছি। রাস্তাটি এলজিইডির অধীনে। আমরা গত অর্থবছরে রাস্তাটি সংস্কারের জন্য পাঠিয়েছিলাম। অর্থের কারণে সম্ভব হয়নি। চলতি অর্থ বছরে আবারও পাঠানো হবে। তবে আপাতত স্থানীয় ভাবে জনগণের ভোগান্তি লাঘবের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৬ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৯ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে