চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মনগাজী ব্যাপারী বাড়ির সামনে থেকে রাজধানী হোটেলের পূর্বপাশের পোল পর্যন্ত বীরেন্দ্র খালের নিচে রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। এ ছাড়া মনগাজী ব্যাপারী বাড়ির সামনে বীরেন্দ্র খালের উত্তরে রাস্তার পাশের ১২টি দোকানঘর গত বর্ষার মৌসুমে খালের ওপর ধসে পড়ে আছে। দীর্ঘ এক বছর পরেও ধসে পড়া দোকানগুলো খাল থেকে সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে খালের পানি চলাচল বন্ধ রয়েছে। এতে ময়লা-আবর্জনার গন্ধে পৌরসভার পরিবেশ দূষণের কারণে বিভিন্ন রোগব্যাধি দেখা দিচ্ছে।
চাটখিল পৌরবাজারের ব্যবসায়ী মো. কামাল হোসেন ও মাঈন উদ্দিন শেখ বলেন, পৌর বাজারের পরিচ্ছন্নতাকর্মীর খালের নিচে ময়লা-আবর্জনা ফেলে। তাঁদের নিষেধ করলে খারাপ আচরণ করে। এ ছাড়া শহরের হোটেলগুলোর বর্জ্যও এখানে ফেলা হয়।
এ বিষয়ে সোমপাড়া কলেজের অধ্যক্ষ ও নাগরিক কোরামের সভাপতি মহি উদ্দিন বলেন, এ আবর্জনা স্তূপের কাছেই ভীমপুর হাই স্কুল ও কারিগরি কলেজ, চাটখিল কামিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এসব ময়লা-আবর্জনার কারণে পরিবেশ দূষণ হয়ে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হচ্ছে।
পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, অনেক দেনা-বকেয়া মাথায় নিয়ে দায়িত্ব নিয়েছি। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন আস্তে আস্তে পরিশোধ করছি। বৃষ্টির চাপ কমলেই খালের বর্জ্য সরানো হবে। তবে খালে পড়া দোকান সরানোর কাজ আমাদের নয়, জেলা পরিষদের কাজ।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার এ. এস. এম মোসা আজকের পত্রিকাকে বলেন, পোলের নিচে ময়লা-আবর্জনা ফেলা এটা আমাদের দেখার বিষয় না। আর জেলা পরিষদের খালের দোকানগুলো সরানোর দায়িত্ব তাঁদের।
এ ব্যাপারে নোয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আলম বলেন, অচিরেই খাল থেকে দোকান সরানোর ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর চাটখিল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মনগাজী ব্যাপারী বাড়ির সামনে থেকে রাজধানী হোটেলের পূর্বপাশের পোল পর্যন্ত বীরেন্দ্র খালের নিচে রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। এ ছাড়া মনগাজী ব্যাপারী বাড়ির সামনে বীরেন্দ্র খালের উত্তরে রাস্তার পাশের ১২টি দোকানঘর গত বর্ষার মৌসুমে খালের ওপর ধসে পড়ে আছে। দীর্ঘ এক বছর পরেও ধসে পড়া দোকানগুলো খাল থেকে সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে খালের পানি চলাচল বন্ধ রয়েছে। এতে ময়লা-আবর্জনার গন্ধে পৌরসভার পরিবেশ দূষণের কারণে বিভিন্ন রোগব্যাধি দেখা দিচ্ছে।
চাটখিল পৌরবাজারের ব্যবসায়ী মো. কামাল হোসেন ও মাঈন উদ্দিন শেখ বলেন, পৌর বাজারের পরিচ্ছন্নতাকর্মীর খালের নিচে ময়লা-আবর্জনা ফেলে। তাঁদের নিষেধ করলে খারাপ আচরণ করে। এ ছাড়া শহরের হোটেলগুলোর বর্জ্যও এখানে ফেলা হয়।
এ বিষয়ে সোমপাড়া কলেজের অধ্যক্ষ ও নাগরিক কোরামের সভাপতি মহি উদ্দিন বলেন, এ আবর্জনা স্তূপের কাছেই ভীমপুর হাই স্কুল ও কারিগরি কলেজ, চাটখিল কামিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এসব ময়লা-আবর্জনার কারণে পরিবেশ দূষণ হয়ে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হচ্ছে।
পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, অনেক দেনা-বকেয়া মাথায় নিয়ে দায়িত্ব নিয়েছি। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন আস্তে আস্তে পরিশোধ করছি। বৃষ্টির চাপ কমলেই খালের বর্জ্য সরানো হবে। তবে খালে পড়া দোকান সরানোর কাজ আমাদের নয়, জেলা পরিষদের কাজ।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার এ. এস. এম মোসা আজকের পত্রিকাকে বলেন, পোলের নিচে ময়লা-আবর্জনা ফেলা এটা আমাদের দেখার বিষয় না। আর জেলা পরিষদের খালের দোকানগুলো সরানোর দায়িত্ব তাঁদের।
এ ব্যাপারে নোয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আলম বলেন, অচিরেই খাল থেকে দোকান সরানোর ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১২ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১৬ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
১৮ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২১ মিনিট আগে