সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যালয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণের শিকার শিক্ষার্থীকে খাগড়াছড়ি জেলার রামগড় থেকে উদ্ধার করে চরজব্বার থানা-পুলিশ।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতেই ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম ইয়াহিয়া ওরফে মো. হৃদয় ওরফে জলিল (২৩)। তিনি উপজেলার চরজব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের মো. জাহেরের ছেলে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী তার বড় ভাইয়ের (১৬) সঙ্গে বিদ্যালয়ের উদ্দেশে যাওয়ার পথে আসামি হৃদয় ও তাঁর সহযোগী মিরাজ (২৪) তাদের পিছু নেন। কিছু দূর যাওয়ার পর তারা চর হাসান গ্রামের নজির আহম্মদের বাড়ির সামনের রাস্তার ওপর পৌঁছালে আসামিরা তাদের গতিরোধ করেন। এ সময় বড় ভাইকে ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থীকে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যান তাঁরা।
খোঁজ নিয়ে জানা যায়, আসামি হৃদয় অনেক আগ থেকেই ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিতেন এবং উত্ত্যক্ত করতেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যালয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণের শিকার শিক্ষার্থীকে খাগড়াছড়ি জেলার রামগড় থেকে উদ্ধার করে চরজব্বার থানা-পুলিশ।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতেই ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম ইয়াহিয়া ওরফে মো. হৃদয় ওরফে জলিল (২৩)। তিনি উপজেলার চরজব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের মো. জাহেরের ছেলে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী তার বড় ভাইয়ের (১৬) সঙ্গে বিদ্যালয়ের উদ্দেশে যাওয়ার পথে আসামি হৃদয় ও তাঁর সহযোগী মিরাজ (২৪) তাদের পিছু নেন। কিছু দূর যাওয়ার পর তারা চর হাসান গ্রামের নজির আহম্মদের বাড়ির সামনের রাস্তার ওপর পৌঁছালে আসামিরা তাদের গতিরোধ করেন। এ সময় বড় ভাইকে ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থীকে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যান তাঁরা।
খোঁজ নিয়ে জানা যায়, আসামি হৃদয় অনেক আগ থেকেই ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিতেন এবং উত্ত্যক্ত করতেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে