নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-ফেনী আঞ্চলিক ফোর লেন সড়কে বরযাত্রীবাহী মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সেই সঙ্গে মাইক্রোবাসের আরও ১৬ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তিরা বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শনিবার বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ছুঁনি ভূঁইয়া পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
নিহত শিশুটির নাম জোসনা আক্তার। সে সোনাইমুড়ী উপজেলার কাশিপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাইমুড়ীর কাশিপুর থেকে কনের বাড়ি কোম্পানীগঞ্জে যাওয়ার উদ্দেশে যাত্রা করে একটি মাইক্রোবাস। তাদের গাড়িটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ছুঁনি ভূঁইয়া পোল এলাকায় পৌঁছালে ফেনী থেকে ছেড়ে আসা বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে জোসনা আক্তার নিহত এবং চালকসহ আরও ১৬ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি ফোর লেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে। ফেনী অংশের অধিকাংশ কাজ শেষ হলেও কয়েকটি স্থানে কিছু কাজ বাকি রয়েছে। ছোটখাটো কিছু কাজ বাকি থাকার সুযোগ কাজে লাগিয়ে ফেনী থেকে ছেড়ে আসা বাস, ট্রাকসহ বড় গাড়িগুলো তাদের উল্টো (ভুল) পথে একই লেন দিয়ে প্রবেশ করে। যার ফলে এ দুর্ঘটনা ছাড়াও ছোটখাটো দুর্ঘটনা ঘটছেই।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-ফেনী আঞ্চলিক ফোর লেন সড়কে বরযাত্রীবাহী মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সেই সঙ্গে মাইক্রোবাসের আরও ১৬ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তিরা বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শনিবার বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ছুঁনি ভূঁইয়া পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
নিহত শিশুটির নাম জোসনা আক্তার। সে সোনাইমুড়ী উপজেলার কাশিপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাইমুড়ীর কাশিপুর থেকে কনের বাড়ি কোম্পানীগঞ্জে যাওয়ার উদ্দেশে যাত্রা করে একটি মাইক্রোবাস। তাদের গাড়িটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ছুঁনি ভূঁইয়া পোল এলাকায় পৌঁছালে ফেনী থেকে ছেড়ে আসা বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে জোসনা আক্তার নিহত এবং চালকসহ আরও ১৬ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি ফোর লেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে। ফেনী অংশের অধিকাংশ কাজ শেষ হলেও কয়েকটি স্থানে কিছু কাজ বাকি রয়েছে। ছোটখাটো কিছু কাজ বাকি থাকার সুযোগ কাজে লাগিয়ে ফেনী থেকে ছেড়ে আসা বাস, ট্রাকসহ বড় গাড়িগুলো তাদের উল্টো (ভুল) পথে একই লেন দিয়ে প্রবেশ করে। যার ফলে এ দুর্ঘটনা ছাড়াও ছোটখাটো দুর্ঘটনা ঘটছেই।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
২ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৩ ঘণ্টা আগে